স্মার্টফোন বাজারে সমসাময়িক সময়ে আসা Xiaomi 11i 5G এবং Realme 9pro Plus দুটো ফোন ব্যাপক সাড়া ফেলছে। দুটো ফোনের দাম একই। ভারতীয় বাজারে দুটো ফোনের মূল্য ২৫ হাজার রুপি। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের বাজারে আন অফিশিয়ালি দামে কিছুটা বেশি স্বাভাবিক। তবে স্পেসিফিকেশন বিবেচনা করলে Xiaomi 11i 5G এগিয়ে থাকবে।
Xiaomi 11i 5G |
Xiaomi 11i 5G এবং Realme 9pro Plus দুটো ফোনই মিডিয়াটেক ডায়মনসিটি ৯২০ প্রসেসর ব্যাবহার করা হচ্ছে। দুটোতেই সেল্ফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। তবে বাকী সবকিছু Xiaomi 11i 5G ফোনে, Realme 9pro Plus এর চেয়ে অনেক বেশি আছে।
Xiaomi 11i 5G ফোনে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে এবং Realme 9pro Plus ফোনে ৬.৪ ইঞ্চি। এক্ষেত্রে শাওমি এগিয়ে।
Xiaomi 11i 5G ফোনে ১২০ হার্যের রিফ্রেশরেট থাকবে এবং Realme 9pro Plus ফোনে ৯০ হার্যের রিফ্রেশরেট সুবিধা থাকবে।
Xiaomi 11i 5G ক্যামেরা ১০৮+৮+২ এবং Realme 9pro Plus ক্যামেরা ৫০+৮+২ এক্ষেত্রেও রিয়েলমি পিছিয়ে থাকছে।
Xiaomi 11i 5G ব্যাটারি ৫,১৬০ এমএইচ এবং Realme 9pro Plus ব্যাটারি ৪,৫০০ এমএইচ। এখানেও শাওমি এগিয়ে।
Xiaomi 11i 5G ফোনে ৩৬০ টাচ সেম্পলিং রেট থাকবে এবং Realme 9pro Plus ফোনে ১৮০ হার্যের টাচ সেম্পলিং রেট থাকবে। এখানেও শাওমি এগিয়ে থাকবে।
এককথায় বাজেট বিবেচনায় শাওমি এগিয়ে আছে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।