Vivo Y21T Price Details Specification Review নিয়ে বিস্তারিত খুঁটিনাটি জেনে নিন। ফোনের বিস্তারিত শেষে ভালো মন্দ উভয় দিক তুলে ধরা হবে। যার ফলে Vivo Y21T স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিতে কিছুটা সুবিধা হবে।
Vivo Y21T Official Price: ১৭,৯৯০/-
Vivo Y21T Unofficial Price: ১৫,৫০০/-
✅ Vivo Y21T ফোনটি প্রথম বাজারে এসেছে ফেব্রুয়ারি ২০২২ সালে।
✅প্রাথমিক অবস্থায় দুটি কালারে ফোনটি পাওয়া যাবে। লাইট সাদা,নীল।
✅ এই স্মার্টফোনটিতে আপনি ফোরজি সাপোর্ট পাবেন কিন্তু ফাইভজি পাবেন না।
✅ ডুয়েল ন্যানো সিম স্লট আছে। ফুল ভিও মিনিমাল নচ ডিসপ্লে। গ্লাস এর প্রোটেকশন পাবেন।
✅ ইউএসবি টাইপ সি সাপোর্ট পাবেন। যা এই ফোনের পজিটিভ দিক।
✅ Vivo Y21T স্মার্টফোনে ওটিজি সাপোট করবে।
✅ এলসিডি টাচ স্কিন এলসিডি ডিসপ্লে।
✅ প্লাস্টিক বডি পাবেন। পাঞ্চ হোল ডিসপ্লে।
✅ গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে। পেছনে প্লাস্টিক বডি পাচ্ছেন। এককথায় আপনার কেনা এই স্মার্টফোনটি দেখতে অসাধারণ হবে।
★ Vivo Y21T ফোনের ওজন ও সাইজঃ
✅ স্মার্টফোনটির ওজন ১৮২ গ্রাম। যা মোটামুটি ওজন।
✅ স্মার্টফোনটির সাইজ ৬.৫১ ইঞ্চি। মোটামুটি বড়। মাল্টিটাস্ক করতে পারবেন।
★ Vivo Y21T ফোনের ক্যামেরাঃ
✅ সামনের ক্যামেরা ৮ ম্যাগাপিক্সেল, এইচডিআর সাপোর্ট করবে। ১০৮০ পি তে ভিডিও করা যাবে। ফুল এইচডি ভিডিও করা যাবে।
✅ পেছনের ক্যামেরা ৫০+২+২ মেগাপিক্সেল।
তারমানে মাত্র চারটি ক্যামেরা থাকছে পেছনে। ডেপথ সেন্সর থাকবে। আলট্রাওয়াইড ভিডিও করা যাবে। তবে মেক্রো লেন্স থাকবেনা।
✅ Vivo Y21T ফোনটি দিয়ে ১০৮০পি তে ভিডিও রেকর্ডি করা যাবে। যা এই ফোনের জন্য খুবই ভালো দিক।
★ Vivo Y21T ফোনের ব্যাটারি ও চার্জারঃ
✅ ৫০০০ এম্পিয়ার নন রিমুভেবল ব্যাটারি পাবেন। নরমাল ব্যাবহারে ২-৩দিন বেকাপ পাবেন।
✅ ১৮ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। যা এই স্মার্টফোনটির ভালো দিক।
★ Vivo Y21T ফোনের এন্ডয়েড ভার্সন ও প্রসেসরঃ
✅ এন্ড্রয়েট ভার্সন ১১.০০ পাচ্ছেন।
✅ Vivo Y21T ফোনটিতে পাবেন স্নাপড্রাগন ৬৮০ প্রসেসর। যার স্পিড এককথায় দূর্দান্ত!!
★ Vivo Y21T ফোনের র্যাম&রম ও মেমোরিঃ
✅ Ram ৪ জিবি।
✅ Rom ১২৮ জিবি পাশাপাশি ৫১২ জিবি মাইক্রো এসডি কার্ড বা ডেডিকেটেড স্লট থাকবে।
অন্যান্য সুবিধা যা যা পাবেন। ভালো ও মন্দ তার মধ্যে আছে বিস্তারিত আলোচনা করা হচ্ছেঃ
✅ Vivo Y21T স্মার্টফোনটিতে ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট থাকবেনা,ফিঙ্গারপ্রিন্ট ফোনের সাইড মাউন্টেইন অংশে থাকবে। পাশাপাশি ফোনটিতে ফেইস আনলক তো আছেই। তাছাড়া ফোনটি ফুল এইচডি আইপিএস এলসিডি স্কিন। এই স্মার্টফোনটি ফুল ভিও ওয়াটারড্রপ নচ স্টাইলের ডিসপ্লে। গোরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। ১০৮০ পি তে ভিডিও সহ আরো অনেই সুবিধা পাবেন। যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য দূর্দান্ত মানের একটি ফোন। Vivo Y21T এই স্মার্টফোনে ৫০০০ এম্পিয়ার ব্যাটারির সাথে দূর্দান্ত এক প্রসেসর!! ১৮ ওয়াটের ফাস্ট চার্জার তো আছেই। তার মানে আপনাকে চার্জ নিয়ে ভাবতেই হবেনা। গেমিং এর জন্য দূর্দান্ত একটি ফোন। ব্যাটারি অনেক ভালো পাশাপাশি ক্যামেরা মোটামুটি বলার মতো ভালো পাবেন। আপনার বাজেটের মধ্যে এই দামে Vivo Y21T এর চেয়ে ভালো ফোন আর নাও পেতে পারেন। প্রসেসর মোটামুটি এই বাজেটে চলার মতো। ফাস্ট চার্জার আছে যা নিয়ে অভিযোগ করার সুযোগ নেই বললেই চলে। নয়েস কনসোলেশন থাকবে। তারমানে আপনার সামনে কোলাহল বা হৈচৈ থাকলেও অপরপ্রান্তে শুনতে সমস্যা হবেনা। এই বাজেটে Vivo Y21T চেয়ে ভালো ফোন পাবেন না। তাই চাইলে কিনে ফেলতে পারেন। ফোনটি আপনার বাজেটের মধ্যে দূর্দান্ত একটি ফোন হবে। ব্যাটারি বেকাপ নিয়ে কোন চিন্তাই করতে হবেনা। বর্তমান বাজারের ফোনগুলা আগের ফোনের তুলনার ব্যাটারি সেকশনে অনেক আপগ্রেডেশন করা হয়েছে। তাই আপনি অনায়াসে ২-৩দিন চালাতে পারবেন যদিনা আপনি কোনপ্রকার গেইম না খেলেন। আর গেমিং করলেও ১-২দিন চালানো যাবে। সেটা কোন গেইম খেলছেন সেটার উপর নির্ভর করবে।
ফোনের সিম নেটওয়ার্ক সাপোর্ট,ওয়াইফাই স্পিড,ভয়েজ কল এককথায় অসাধারণ। এই নিয়ে কোন অভিযোগ করার উপায় নেই। ব্লুটুথ,ওয়াইফাই স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো,কারন বর্তমানে এই ফোনে সকল প্রকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। Vivo Y21T স্মার্টফোনটি হ্যাং হওয়া বা ফোন স্লো হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ব্যাবহারে ফোনটিতে হিটিং ইস্যু থাকার সম্ভাবনা কম। দীর্ঘক্ষন পাবজি বা ফ্রি ফায়ার গেইমস খেললেও তেমন একটা হিটিং হওয়ার সম্ভাবনা নেই। কারন এই ফোনটিতে রয়েছে বর্তমান বাজারের আপগ্রেডেশন প্রসেসর।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Vivo Y21T মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। এই সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিত্যনৈমিত্তিক আরো অনেক অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।