src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Realme 9i কেন কিনবেন?

Realme 9i কেন কিনবেন?

সাম্প্রতি বাজারে এসেছে রিয়েলমির দূর্দান্ত স্মার্টফোন Realme 9i যার বেস ভ্যারিয়েন্টের মূল্য ধরা হয়েছে ১৭,৪৯০ টাকা। (৪/৬৪) যার আরেকটি ভ্যারিয়েন্ট ১৯,৪৯০ টাকা।(৬/১২৮) আপনি কেন কিনবেন Realme 9i আর কেন কিনবেন না? যারা Realme 9i ফোনটি কেনার পরিকল্পনা করছেন,তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হতে পারে।

Realme 9i Price
Realme 9i

Realme 9i ফোনে যে যে ফিচার  থাকছেঃ
★ ক্যামেরা সেকশনে প্রাইমারি ক্যামেরা থাকছে ৫০ মেগাপিক্সেল। পেছনের ক্যামেরা সেটাপ হবে ৫০+২+২ মেগাপিক্সেল এবং সামনের সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
★ ফোনটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা এই বাজেটে বাজারের অনেক নামীদামী ব্রান্ড দিবেনা।
★ ডিসপ্লে রিফ্রেশরেট হিসেবে ৯০ হার্য রিফ্রেশরেট ডিসপ্লে পাবেন।
★ প্রসেসর হিসেবে পাচ্ছেন স্নাপড্রাগন ৬৮০। যা ৬ ন্যানোমিটার বাজারের নতুন প্রসেসর।
★ পাওয়ার সেকশনে ৫০০০ এমএইচ ব্যাটারিকে চার্জ দেয়ার জন্য থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। এই বাজেটে অনেক নামীদামী ব্রান্ড আপনাকে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দিবেনা।
★ Realme 9i ফোনে থাকছে ডুয়েল স্টোরিও স্পিকার। সুতরাং সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনাকে কোন চিন্তাই করতে হবেনা।
★ Realme 9i ফোনের ডিজাইনিং করার ক্ষেত্রে অনেকটা নতুনত্ব আনা হয়েছে। ক্যামেরা সেটাপ এককথায় দুর্দান্ত।

এককথায় Realme 9i স্মার্টফোনটি হতে পারে ২০২২ সালের রিয়েলমির সেরা ফোন। নতুন স্নাপড্রাগন প্রসেসর, পাঁচ হাজারের ব্যাটারি, শক্তিশালী ৩৩ ওয়াটের চার্জার,প্রাইমারি ৫০ ম্যাগাপিক্সেল ক্যামেরা, ফুল এইচডি প্লাস ৯০ হার্য রিফ্রেশরেট সাপোর্ট ডিসপ্লে, সবকিছু মিলিয়ে Realme 9i কে গরীবের গেমিং স্মার্টফোন বললে ভুল হবেনা।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post