স্মার্টফোনের বাজারে অতি অল্প সময় সারা জাগিয়েছে আইটেল ব্রান্ড। দূর্দান্ত ডিজাইনে, বাজেট স্পেসিফিকেশনে স্মার্টফোন লাঞ্চ করার ক্ষেত্রে আইটেল অতুলনীয়। আইটেল তাদের ভিশন সিরিজে বেশ কয়েকটি স্মার্টফোন লাঞ্চ করেছে। ২০২২ সালে আইটেলের নতুন সংস্করণ আইটেল ভিশন থ্রি। যার দাম অনুপাতে স্পেসিফিকেশন এককথায় দূর্দান্ত।
Itel Mobile |
মাত্র ১০ হাজার টাকার বাজেটের মধ্যে আইটেল ভিশন থ্রি মডেলে তিনটি ভিন্ন কালারে,ভিন্ন তিনটি ভ্যারিয়েন্টে স্মার্টফোন বাজারে এনেছে। এই বাজেটে ইতিপূর্বে কেউ ১৮ ওয়াটের ফাস্ট চার্জার দেয়নি। আইটেল ভিশন থ্রি ফোনের ডিজাইন নিয়ে আর কি বলবো, এককথায় অসাধারণ। যেকেউ আইটেল ভিশন থ্রি মডেলের স্মার্টফোন দেখলে প্রেমে পড়ে যাবে। এছাড়া Itel Vision স্মার্টফোন যে বাজেটের মধ্যে,যেইরকম স্পেসিফিকেশন দিচ্ছে সেটা বাজারের অন্য ব্রান্ড দিতে পারছেনা।
আপনার বাজেট যদি দশ হাজার টাকায় সীমাবদ্ধ থাকে, তবে আপনার জন্য Itel Vision সিরিজের যেকোনো স্মার্টফোন সেরা চয়েজ হতে পারে। বাজারে আসার পর,খুবই অল্প সময়ে আইটেল ব্রান্ডের ভিশন সিরিজ জনপ্রিয়তা পায়। বাজারে গতানুগতিক ব্রান্ডের সাথে তুলনা করলে আইটেল অনেকাংশে এগিয়ে থাকবে। বাজারের অল্প বাজেটে কোন স্মার্টফোন কেনার আগে আইটেল ভিশন সিরিজের ফোনগুলো দেখে নিবেন। তাছাড়া বাটন ফোন বা ফিচার ফোনের ক্ষেত্রেও আইটেলের অনেক ভালোভাবে ফোন বাজারে পাবেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।