বাংলাদেশে একসময়কার সর্বাধিক জনপ্রিয় স্মার্টফোন ব্রান্ড সিম্ফনি। আমাদের দেশের মানুষকে কম বাজেটে এন্ড্রয়েট স্মার্টফোন ব্যাবহার শিখিয়েছে সিম্ফনি। আপনার বাজেট যদি হয় দশ হাজার বা তার কম,তাহলে এই বাজেটে সিম্ফনি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। সিম্ফনি মোবাইল নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন ছিল আজ সেগুলো দেয়ার চেস্টা করবো।
![]() |
সিম্ফনি মোবাইল যেকারনে কিনবেন |
★ সিম্ফনি কি বাংলাদেশি ব্রান্ড?
উত্তরঃ মূলত বাংলাদেশকে টার্গেট করে সিম্ফনি বিজনেস করছে। তবে বাংলাদেশ ছাড়াও ভূটান,মালদ্বীপে তাদের বিজনেস রয়েছে।
★ সিম্ফনি মোবাইলের দাম কেমন?
উত্তরঃ বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত সিম্ফনির যত ফোন এনেছে প্রায় সবগুলোই দশ হাজার বাজেটে সীমাবদ্ধ।
★ সিম্ফনি ফোন কোথায় উৎপাদন হয়?
উত্তরঃ শুরুরদিকে ব্রান্ড লগো লাগিয়ে সরাসরি চীন থেকে আমদানি হতো। তারপর বাংলাদেশে সিম্ফনি তাদের কারখানা স্থাপন করে। এখন তারা ওয়ালটনের মতো চীন সহ বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ এনে এদেশের কারখানায় ফোন তৈরি করছে।
★ সিম্ফনি ফোনের ক্যামেরা কেমন?
উত্তরঃ সিম্ফনি ফোনের ক্যামেরা শুরুরদিকে দূর্দান্ত কিন্তু কয়দিন পর ঘোলা হয়ে যায় এমন অভিযোগ ছিল। সাম্প্রতি সিম্ফনির ফোনে অত্যাধুনিক মিডিয়াটেকের প্রসেসর ব্যাবহার করা হচ্ছে। যারকারনে এখন আগের চেয়ে ক্যামেরা পারফরমেন্স হবে দূর্দান্ত।
★ সিম্ফনি ফোনের ব্যাটারি বেকাপ কেমন?
উত্তরঃ সিম্ফনি তাদের এখনকার ফোনগুলাতে বেশি এমএইচের ব্যাটারি সুবিধা দিচ্ছে। সিম্ফনির ব্যাটারি নিয়ে অভিযোগ করার সুযোগ নেই।
★ সিম্ফনি মোবাইলের চার্জার কেমন?
উত্তরঃ সিম্ফনি যদিও এখন পর্যন্ত ফাস্ট চার্জার সুবিধি দিতে পারেনি কিন্তু ফোনের সাথে ইন বক্স যে চার্জার দিচ্ছে সেটি যথেষ্ট ভালো।
★ সিম্ফনি ফোনের প্রসেসর পারফরমেন্স কেমন?
উত্তরঃ সিম্ফনি তাদের ফোন মিডিয়াটেকের প্রসেসর ব্যাবহার করছে। যে মিডিয়াটেল প্রসেসর অনেক নামীদামী ব্রান্ড যারা দাবী করে তারা সিম্ফনি থেকে ভালো,তারাও এই একই প্রসেসর দিয়ে ১৩-১৫ হাজারে ফোন বিক্রি করতে চাইছে। সেখানে সিম্ফনি মাত্র ১০ হাজার টাকার মধ্যে মিডিয়াটেক প্রসেসর যুক্ত ফোন দিচ্ছে,সেখানে অভিযোগ করার সুযোগ নেই।
★ সিম্ফনি ফোনের ডিসপ্লে ও টাচ কেমন?
উত্তরঃ সিম্ফনি ফোনের ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো যা সবারই জানা। তাছাড়া সিম্ফনি ফোনে টাচ ইসুৎ নেই বললেই চলে।
★ সিম্ফনি ফোনের গেমিং পারফরমেন্স কেমন?
উত্তরঃ এখনকার বাজারে সিম্ফনির প্রায় সব ফোন সর্বোচ্চ মিডিয়াটেক প্রসেসর ব্যাবহার করা হয়েছে। তাহলে বলতে হয়,মিডিয়াটেক প্রসেসর গেমিং পারফরমেন্স ততটা সন্তুশজনক নয়।
★ সিম্ফনি মোবাইলের র্যাম রম ম্যানেজমেন্ট কেমন?
উত্তরঃ সিম্ফনি এখনকার ফোনগুলাতে নূন্মতম ৩/৩২ ভ্যারিয়েন্ট দিচ্ছে। তাদের র্যাম ও রম ম্যানেজমেন্ট আগের তুলনায় আপগ্রেড করা হয়েছে।
★ কেন আপনি সিম্ফনি মোবাইল কিনবেন?
উত্তরঃ আপনি যদি নরমাল ইউজার হোন তাহলে দীর্ঘস্থায়ী ফোন ব্যাবহার করার জন্য সিম্ফনির ফোন কিনতে পারেন। দশ হাজার বাজেট বিবেচনায় সিম্ফনি হতে পারে আপনার সেরা চয়েজ। এছাড়া বাজেট বিবেচনায় সিম্ফনির ব্যাটারি, ক্যামেরা,প্রসেসর সবকিছুই এককথায় দূর্দান্ত।
★ কেন আপনার সিম্ফনি মোবাইল কেনা উচিৎ নয়?
উত্তরঃ আপনি যদি হ্যাভি গেমিং করার কথা বিবেচনা করে সিম্ফনি ফোন কেনার কথা ভেবে থাকেন,তাহলে এড়িয়ে যাওয়া উচিৎ। তবে টুকটাক গেমিং করার হলে সিম্ফনি কিনতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।