শাওমির সাব ব্রান্ড পকো। বাংলাদেশের বাজারে প্রথমে আসে শাওমি। শাওমির পরে রেডমি, তারপর পকো। একই প্রতিষ্ঠান তিনটি আলাদা নামে স্মার্টফোন বাজারজাতকরণ করে আসছে। সাম্প্রতি বাজারে পকোর ফোন নিয়ে প্রচুর অভিযোগ শোনা যাচ্ছে। সেই নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
Xiaomi নাকি Poco কোনটা বেশি খারাপ |
কেন পকোর ফোন নিয়ে এত অভিযোগ! পকোXiaomi নাকি Poco কোনটা বেশি খারাপ শাওমির সাব ব্রান্ড। আমরা জানি শাওমি ফোনের বাজারে প্রচুর সুনাম রয়েছে। শাওমির সাব ব্রান্ড হওয়ার পরেও কেন এত অভিযোগ? আসলে শাওমি তাদের পকো ব্রান্ডিং নিয়ে প্রথমে প্রিমিয়াম সেগমেন্টে কিছু স্মার্টফোন নিয়ে আসতো। যেমন প্রিমিয়াম ফোন ওয়ানপ্লাস আনছে। তারপর সেই প্রিমিয়াম ফোনগুলার কোয়ালিটিতে প্রিমিয়াম ফোনের বৈশিষ্ট্য ধরে রাখতে না পারায়,একসময় শাওমি পকোকে পরীক্ষামূলক ব্রান্ড হিসেবে আনতে শুরু করে। মানে,পকো ফোনে এমন প্রসেসর দিয়ে,এমন স্পেসিফিকেশন দেয়া হয়, যেটা আগে শাওমি বা রেডমিতে দেয়া হয়নি। যেহেতু নতুন কাস্টমাইজড স্পেসিফিকেশন সেহেতু ক্রেতাদের আকর্ষণ সৃষ্টি হয়। এক যদি হয় ফোনগুলা ভালো,নতুবা খুবই খারাপ। তারই ফলস্বরূপ "পকো এম থ্রি" স্মার্টফোন। এই ফোনে স্নাপড্রাগনের যে প্রসেসর ব্যাবহার করা হয়েছে, এই প্রসেসর দিয়ে বাজারে যত ফোন এসেছে,সবগুলা নিয়েই কমবেশি অভিযোগ রয়েছে। পকো কম বাজেটে অনেক বেশি স্পেসিফিকেশন দিয়ে ফোন লাঞ্চ করে। যেমনটি রিয়েলমি করতো। রিয়েলমিকে বাজারে টেক্কা দেয়ার জন্য,শাওমি তাদের পকো ব্রান্ডকে ব্যাবহার করে। যদিও এখনকার বাজারে পকোর ব্রান্ড ভ্যালু খুবই খারাপ। মূলত পকো এম থ্রি,এই একটি স্মার্টফোনের কারনে পকো সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে। এই পকো এম থ্রি বাজারে এসেছিল রিয়েলমি নারজো ২০ কে টেক্কা দেয়ার জন্য। অন্যদিকে রিয়েলমি নারজো ২০ ফোনটিও তখনকার সময়ে,পকোর ফুল এইচডি প্লাস ডিসপ্লের কারনে বাজারে তেমন সুবিধা করতে পারেনি।
সুতরাং এটা বলাই যায়,স্মার্টফোন বাজারে এখন পকোর চেয়ে শাওমিই ভালো চয়েজ। পকোর ফোন বাজারে প্রচুর দূর্নাম কুড়িয়েছে। আমাদের মতে,শাওমির উচিৎ, পকোর ডিফল্ট ফোনগুলো বাজার থেকে তুলে নেয়া।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।