src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Moto Edge S30 Specification||মটোরোলা এস৩০ স্পেসিফিকেশন

Moto Edge S30 Specification||মটোরোলা এস৩০ স্পেসিফিকেশন

Moto Edge S30 স্মার্টফোন খুব শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে। আমাদের যদি প্রশ্ন করা হয় বর্তমান মটোরোলার বাজারে মটোরোলার মোবাইল ব্রান্ডের কোন সিরিজ সবচেয়ে জনপ্রিয়, তখন উত্তর হবে মটোরোলা এডজ সিরিজ। এডজ সিরিজে মটোরোলার ব্রান্ডের প্রতিটি ফোনই বাজারে ব্যাপক সারা ফেলতে সক্ষম হয়েছে। বাজারে আসার আগেই Moto Edge S30 ফোনের বেশকিছু স্পেসিফিকেশন আমাদের নজরে এসেছে। দুটি কালারে পাবেন, কালো ও স্কাই ব্লু। ভারতের বাজারে ৬/১২৮ ভ্যারিয়েন্টের দাম ১৮ হাজার রুপি। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের বাজারে অন্তত ২৮ হাজার টাকা দাম হতে পারে।

Moto Edge S30 Specification
Moto Edge S30 Specification

Moto Edge S30 ফোনের স্পেসিফিকেশনঃ

★ ফোনটিতে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে থাকবে।
★ প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর।
★ পেছনের ক্যামেরা সেটাপ ১০৮+৮+২ মেগাপিক্সেল। সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
★ সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ পাওয়ার সেকশনে ৫০০০ এমএইচ ব্যাটারির সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে।
★ টাইপ সি পোর্টের সাপোর্ট পাবেন।
★ আইপি ৫২ রেটিং আছে। ফলে ধুলোবালি থেকে অনেকটা রক্ষা পাবে।
★ ডিসপ্লেতে ১৪৪ হার্যের রিফ্রেশরেট সুবিধা থাকবে।
★ এন্ড্রয়েট ভার্সন ১১ পাবেন। এছাড়া Moto Edge S30 ফোনে এলপি ডিডিআর র‍্যাম ফাইভের সাপোর্ট পাবেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post