src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ক্যাশ সার্ভার বন্ধ হওয়ায় সুবিধে ও অসুবিধে

ক্যাশ সার্ভার বন্ধ হওয়ায় সুবিধে ও অসুবিধে

কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ইন্টারনেট প্রোভাইডরদের ক্যাশ সার্ভার বন্ধ হয়ে যাবে। আমরা অনেকেই বুঝিনা ক্যাশ সার্ভার কি! ক্যাশ সার্ভারের সুবিধে ও অসুবিধে নিয়েই হবে আমাদের আজকের আর্টিকেল।

ক্যাশ সার্ভার বন্ধ হওয়ায় সুবিধে ও অসুবিধে
ক্যাশ সার্ভার বন্ধ হওয়ায় সুবিধে ও অসুবিধে 

ক্যাশ সার্ভার হলো ইন্টারনেট প্রোভাইডরদের ব্যাবহৃত এক ধারনের সার্ভার,যার মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর(আইএসপি) আমাদের গুগল ও ইউটিউবে অতিরিক্ত গতি দেখাতে পারে। ধরুন, আপনি লাইন নিলেই পাঁচ এম্বিপিএস কিন্তু ইউটিউবে আপনার স্পিড পাচ্ছে দশ এম্বিপিএস।

আরো সহজভাবে যদি বুঝিয়ে বলি, আপনি একটি অফিসে জব করেন। আপনার একটি টেবিল রয়েছে। আপনার কক্ষে আরেকটি ফাইল রাখার তাক আছে। আপনার অতি দরকারী ফাইল টেবিলে থাকে আর অল্প দরকারি ফাইল সেল্ফে থাকে। আপনার টেবিলের ফাইলগুলো আপনি কখন কার কাজে লাগাচ্ছেন সেটার কোন হিসেব নেই। তবে সেল্ফে থাকা ফাইলগুলো আনতে রাখতে আপনার পরিশ্রম বেশি হয়। এতে আপনার ব্যায় বেড়ে যায়। সেল্ফে থাকা ফাইলগুলো আপনি একাধিক কাজে ব্যাবহার করতে পারেন। তাতে করে,আপনি ৫এম্বিপিএস লাইনে, ১০ এম্বিপিএস ইউটিউব স্পিড দিতে পারেন। ইন্টারনেট প্রোভাইডর যাতে গ্রাহক পর্যায়ে প্রতারণা না করে নির্দিষ্ট সাইটে অধিক স্পিড দেখাতে না পারে, সেইজন্য ক্যাশ সার্ভার বন্ধ করে দেয়া হয়েছে।

ক্যাশ সার্ভার বন্ধ করায় একদিকে যেমন আমাদের জন্য ভালো হয়েছে অন্যদিকে মন্দ ও হয়েছে। এখন আর কেউ আগের মতো পাঁচ এম্বিপিএস লাইনে পাঁচজন একসাথে বাফারিং ছাড়া ইউটিউব দেখতে পারবোনা। এক্ষেত্রে আমাদের বেশি স্পিডের সংযোগ প্যাকেজ নিতে হবে। অন্যদিকে ভালো দিক হলো, এই নিয়মের কারনে ইন্টারনেট সার্ভস প্রোভাইডর গ্রাহক পর্যায়ে প্রতারণা করতে পারবেনা।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post