src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> অনলাইনে গেজেট আইটেম ব্যাবসায় ভবিষ্যৎ কি?

অনলাইনে গেজেট আইটেম ব্যাবসায় ভবিষ্যৎ কি?

অনলাইনে গেজেট আইটেম ব্যাবসায় ভবিষ্যৎ কি
অনলাইনে গেজেট আইটেম ব্যাবসায় ভবিষ্যৎ কি

আমরা অনেকেই অনলাইনে গেজেট আইটেম বিক্রির চিন্তা করে থাকি। আমাদের একটি স্মার্টফোন কেনার পাশাপাশি আরো কিছু কিনতে হয়,যা আমরা প্রায়শই কিনে থাকি। গেজেট আইটেমের মধ্যে রয়েছে হ্যাডফোন,পাওয়ার ব্যাংক,চার্জার,ডিজিটাল বেক কাভার ইত্যাদি।

মোবাইল কেনার কয়েকদিন পরেই অনেকে বেক কাভার পরিবর্তন করে থাকি। অনলাইনে অনেক আনকমন ডিজাইনিং বেক কাভার পাওয়া যায় যেগুলা সবধরনের দোকানে সহজলভ্য নয়। এখনকার দিনে ফোনের বক্সে হ্যাডফোন থাকেনা। সেক্ষেত্রে কেউ চাইলে অনলাইনে হ্যাডফোন কিনতে পারে।

তবে আমাদের বাংলাদেশের পেক্ষাপট বিবেচনায় অনলাইনে গেজেট আইটেম ব্যাবসায় করাটা অনেক চ্যালেঞ্জিং। মানুষ যে জিনিশ হাতের কাছে পায়,সেটা খুব সহজে অনলাইনে কিনতে আগ্রহ দেখায়না,যদি না দামের ক্ষেত্রে খুব বেশি হেরফের না হয়। মূলত বিশাল অংকের ছাড় পেলেই,অনলাইনে কিনতে আগ্রহ দেখায়।
যেদেশে একশো টাকার হেডফোন কিনতে দুইজন বন্ধুকে নিয়ে পঞ্চাশটা রিক্সা ভাড়া দিয়ে যাওয়াআসা করে,ফেসবুকে স্টেটাস দিতে পছন্দ করে, সেই দেশে অনলাইনে গেজেট আইটেমের ব্যাবসায় করাটা আসলেই বড় চ্যালেঞ্জ।

তবুও অনেকে রীতিমতো ব্যাবসা করছে। যারা করছে,তাদের অনেক ছাড় দিয়ে সল্প মুনাফায় ব্যাবসা করতে হচ্ছে। অনলাইন কেনাকাটায় আমাদের বাংলাদেশের জনগন বিশাল অংকের ছাড়ের পাশাপাশি,ডেলিভারি চার্জ ফ্রি চায়। এখানে যারা বাজারে নতুন অনলাইন বিজনেস করতে আসে, তারা সুবিধে করতে পারেনা। নতুন বাজারে আসা ব্যাবসায়ীদের পুঁজি কম থাকে। পাশাপাশি তাদের একার পক্ষে এতকিছু সামলানো কস্টকর হয়ে পড়ে।

বাংলাদেশের তুলনায় ভারতে অনলাইনে গেজেট আইটেম কেনাকাটায় মানুষ বেশি অভ্যস্ত। কারন সেখানে অফলাইনের তুলনায় অনলাইনে বিক্রির অভ্যাস শুরু থেকেই রয়েছে। যেসব শপ অফলাইনে বিক্রি করে,তাদের বেশিরভাগ অনলাইনেও শপ রয়েছে। সেদেশে অনলাইনে কিনলে কিছুটা ছাড় ও পাওয়া যায়। যেই ছাড় অফলাইনে পাওয়া যায়না।

যারা নতুন অনলাইনে গেজেট আইটেমের ব্যাবসা করতে চাচ্ছেন, তাদের উচিৎ হবে নতুন কোন আইটেম নিয়ে ব্যাবসা করা। যা বাজারে ততটা সহজলভ্য নয়।  তাছাড়া ডিজাইনিং ক্ষেত্রে ব্যাতিক্রমী হতে হবে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post