src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ব্লুটুথ হ্যাডফোন ব্যাবহারের অসুবিধা কি?

ব্লুটুথ হ্যাডফোন ব্যাবহারের অসুবিধা কি?

ব্লুটুথ হেডফোন যাকে অন্যভাবে তারবিহীন হেডফোন বলা যেতে পারে। বাজারে আসার শুরুর দিকে এই হেডফোনের দাম প্রচুর ছিল। তারপর একসময় দেখা গেলো ব্যাবহারকারীদের তেমন সাড়া মিলছেনা। তখন দাম কমাতে শুরু করলো। বাজারে আসা যেকোন নতুন প্রযুক্তির প্রতি ব্যাবহারকারীদের আকর্ষণ থাকে প্রচুর। এই ব্লুটুথ হেডফোন কেন জনপ্রিয়তা পেতে পারেনি এই নিয়েই হবে আমাদের আর্টিকেল।

ব্লুটুথ হ্যাডফোন ব্যাবহারের অসুবিধা কি
ব্লুটুথ হ্যাডফোন ব্যাবহারের অসুবিধা কি

ব্লুটুথ হ্যাডফোন জনপ্রিয়তা পেতে পারেনি কারন এটি ব্যাবহারের অসুবিধের কারন। প্রথমত ব্লুটুথ হ্যাডফোনে চার্জ দিতে হয়। চার্জ ছাড়া এই হ্যাডফোন চলেনা। যেহেতু হেডফোনের ভেতরব ব্যাটারি থাকে,সেহেতু এটি অল্প হলেও তাপ উৎপন্ন করে। যা ব্যাবহারকারীদের অসুবিধার কারন হয়ে দাড়ায়।

যেখানে বাজারে তারযুক্ত নিত্যনৈমিত্তিক ডিজাইনিং হেডফোন পাওয়া যাচ্ছে,সেটাও খুব অল্প দামে সেখানে ব্লুটুথ হ্যাডফোন পাত্তা পায়নি। পাশাপাশি ব্লুটুথ হ্যাডফোন ব্যাবহার করার কারনে আপনার ফোনের ব্যাটারি চার্জ ক্ষয় বাড়বে। একে তো হেডফোন চার্জ খাচ্ছে,অন্যদিকে স্মার্টফোনের ব্যাটারির ক্ষয় বাড়ছে। এই সবকিছু মিলিয়ে ব্লুটুথ হেডফোন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post