ব্যাবহার করে হ্যাডফোন কোথাও রেখে দিলে সেটি প্যাচ লাগেনা,এমন হ্যাডফোন বোধহয় দুনিয়াতে নেই। যত দামী হ্যাডফোন হোক না কেন, রেখে দিলে প্যাচ লাগবেই। কেন হ্যাডফোনের তার এইভাবে প্যাচ লাগে সেটি আমরা অনেকেই জানতে চাই। হেডফোনের তার কিভাবে কেন প্যাচ লাগে এই নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
হ্যাডফোন রেখে দিলে প্যাচ লাগে কেন |
আমরা জানি হ্যাডফোনের তারে একধরনের রাবার জাতীয় প্রলেপ থাকে। যার কারনে হেডফোন কোথাও রেখে দিলে তারের প্রতিটি অংশ একে অপরকে চুম্বকের মতো আকর্ষণ করে। যার ফলশ্রুতিতে হ্যাডফোনের তারে বিশাল প্যাচ লাগে।
আরেকটি কারন হিসেবে বলা যায়, হ্যাডফোনের তার বলে নয় শুধু। আপনি যদি কোন দড়ি একত্রে রাখেন,দেখবেন সেগুলা সাপের মতো এলোমেলো পেচিয়ে আছে। যেহেতু দড়িতে রাবারের প্রলেপ নেই,সেহেতু খুব সহজে খুলে ফেলা যায়। হ্যাডফোনের ভেতরে সে তার থাকে, সেগুলা আসলে বৈদুৎতিক তার নয়। সেগুলা একধরনের অপটিক্যাল ক্যাবল টাইপের তার। যেটা আপনার ফোন থেকে প্রসেসিং হয়ে স্পিকারে পৌছায়। আপনি যদি হ্যাডফোনের মাঝখানে ছিড়ে ফেলেন,তারপর আর নিজেনিজে জোড়া লাগাতে পারবেন না।
মূলত হেডফোনের তারের অভ্যান্তরীন ধরনের কারনে এগুলা কোথাও রেখে দিলে প্যাচ লাগতে থাকে। আবার যখন কেউ হাতে তুলে নেয়,তখন ইয়ারপিচগুলো অটোমেটিক প্যাচের সৃষ্টি করে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।