আমরা যারা হ্যাডফোন ব্যাবহার করি, সবারই কমন অভিযোগ হেডফোন নস্ট হয়ে যায়। আবার অনেকে বলে দামী হেডফোন অনেকদিন ব্যাবহার করা যায় কিন্তু কমদামী হ্যাডফোন তাড়াতাড়ি নস্ট হয়ে যায়। আসলে কি তাই? হ্যাডফোন কেন নস্ট হয় আর দামী ও কমদামী হেডফোন নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
কমদামী হ্যাডফোন তাড়াতাড়ি নস্ট হয় কেন |
কমদামী হেডফোনের যন্ত্রাদি থেকে তার সবকিছুই থাকে নিন্মমানের। সেখানে বাজারে ব্রেন্ডের হ্যাডফোনে কিছুটা হলেও কোয়ালিটি বজায় রেখে তৈরি করা হয়। এছাড়া কমদামী হেডফোন আপনার কান এবং আপনার ফোন উভয়ের জন্যই ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে।
কমদামী ও নিন্মমানের হেডফোনের সাউন্ড সিস্টেমে কোনপ্রকার প্রোটেকশন থাকেনা। যার ফলশ্রুতিতে হেডফোন আমাদের কানের জন্য ক্ষতির কারন হয়ে দাড়ায়। এই হ্যাডফোন তাড়াতাড়ি নস্ট হওয়ার কারন উৎপাদনে ব্যাবহৃত নিন্মমানের যন্ত্রাংশ। ক্যাবল থেকে শুরু করে প্রতিটি অংশ থাকে নিন্মমানের। এক্ষেত্রে কিছু কিছু ফোনের বক্সে যে হ্যাডফোন থাকে সেগুলা ভালো।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।