src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> শাওমির ফোনে চার্জিং স্লো করবে কিন্তু কেন?

শাওমির ফোনে চার্জিং স্লো করবে কিন্তু কেন?

শাওমির ফোনে চার্জিং স্লো করবে কিন্তু কেন
শাওমির ফোনে চার্জিং স্লো করবে কিন্তু কেন

যারা শাওমি ব্রান্ডের মোবাইল ব্যাবহার করছেন তারা যদি অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি পরিবর্তন না করিয়ে সাধারন দোকান থেকে ব্যাটারি পরিবর্তন করায়,তাহলে শাওমি প্রথমে ফোনে নোটিফিকেশন দিবে। তারপর সেই ফোনের চার্জিং স্পিড স্লো করে দিবে। সাম্প্রতি শাওমি আইফোনের মতো মনোপলি বিজনেস শুরু করেছে। যারা শাওমি ব্রান্ডিং এমআই,রেডমি বা পকো ফোন ব্যাবহার করছেন,তাদের ব্যাটারির যেকোনো সমস্যায় অফিশিয়াল সার্ভিস সেন্টারে যোগাযোগ করে ব্যাটারি পরিবর্তন করা উচিৎ।

এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ব্যাটারি পরিবর্তন করলে শাওমি কিভাবে বুঝবে? অফিশিয়াল শপ থেকে ব্যাটারি পরিবর্তন করলে ব্যাটারির এমএইচ যেটি ছিল সেটিই পাওয়া যায়। আমরা জানি, এখনকার যুগের ফোনে আপডেটে ব্যাটারি পারফরমেন্স পরিবর্তন করে দেয়া যায়। সুতরাং ফোন যদি আন অফিশিয়াল শপ থেকে ব্যাটারি পরিবর্তন করা হয়,তখন পরবর্তী আপডেটেই মোবাইল কোম্পানি বুঝে যাবে যে, আপনার ফোনের ব্যাটারি পরিবর্তন করা হয়েছে। তখন তারা অন্য আরেকটি আপডেটের মাধ্যমে ব্যাটারির চার্জিং স্পিড স্লো করে দিবে।

যারা আন অফিশিয়াল ফোন কিনছেন এক্ষেত্রে তাদের জন্য কিছুটা ভোগান্তির কারন হতে পারে। তাই ভালো কনফিগারেশন পাওয়ার লোভে,কিছুটা সস্তা দামে আন অফিশিয়াল ফোন কেনা উচিৎ হবেনা।

শাওমির এই নীতিকে অনেকেই ভালোভাবে নেয়নি। আসলে স্মার্টফোন কোম্পানি যে নিয়ম করে সবই যে তাদের নিজস্ব স্বার্থে করে সেটা কিন্তু নয়। আপনি যদি বাহিরের শপ থেকে ব্যাটারি পরিবর্তন করান, তাহলে সেই ব্যাটারি আসল ব্যাটারির মতো সাপোর্ট দিবেনা। এমনকি সেই ব্যাটারি আপনার ফোনের ক্ষতি করার সম্ভাবনা থাকে। তাছাড়া অফিশিয়াল শপ থেকে ব্যাটারি পরিবর্তন করালে ব্যাটারির দাম ঠিকঠাক পাচ্ছেন পাশাপাশি সার্ভিস ও ভালো পাচ্ছেন। শাওমি রেডমি বলে কথা নয়, সকল ফোনের ক্ষেত্রেই আমাদের উচিৎ অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি পরিবর্তন করানো।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post