src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> কোম্পানি অবিক্রীত মোবাইল কি করে?

কোম্পানি অবিক্রীত মোবাইল কি করে?

কোম্পানি অবিক্রীত মোবাইল কি করে
কোম্পানি অবিক্রীত মোবাইল কি করে

একটি স্মার্টফোন কোম্পানি নতুন কোন মডেলের ফোন লাঞ্চ করলে সেক্ষেত্রে অনেক ফোন উৎপাদন করে। ভালো ব্রান্ডের ভালো স্মার্টফোনের ক্ষেত্রে প্রায় সব ফোনই বিক্রি হয়ে যায়। এছাড়া কিছু ব্রান্ডের ফোন আছে যেগুলা সহজে বিক্রি হয়না। এই অবিক্রীত ফোনগুলো ফোন কোম্পানি কি করে? মোবাইলের দোকানে ফোনগুলো অবিক্রীত থাকলে সেগুলো একটা সময় মোবাইল কোম্পানি ফেরত নিয়ে নেয়। সেই ফোনগুলো কোম্পানি নিয়ে কি করে? অনেকেই আমাদের কাছে এই বিষয়ে জানতে চেয়ে পেইজে ম্যাসেজ করেন। তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের আর্টিকেল।

একটি ফোন বিক্রির উদ্দেশ্যেই দোকানদার সেটি রেখে দেয়। দোকানের সব ব্রান্ডের সব ফোনই তো বিক্রি হয়না। কিছু ফোন অবিক্রীত অবস্থায় দোকানে পড়ে থাকে। সাধারণত দোকানদার যখন ফোন কোম্পানি থেকে ফোন রাখে,তখন নগদ টাকা দিয়েই কিনে রাখে। একটি ফোন সর্বনিম্ন এক বছর দোকানে পড়ে থাকতে পারে। এক বছরের মধ্যে যদি বিক্রি না হয়,তখন নতুন মডেলের নতুন ফোন স্মার্টফোন দেয়ার বিনিময়ে সেই ফোনটি মোবাইল কোম্পানি নিয়ে নেয়। কোম্পানি ফেরত নিয়ে সেই ফোন কি করে?

আমরা জানি, একটি ফোন কেনার পরে সেটি নির্দিষ্ট সময় পরে কোন না কোন সমস্যা দেখা দেয়। ব্যাটারি নস্ট হয় বা অন্য কোন সমস্যা দেখা দেয়। কোম্পানি এমনিতে ফোন উৎপাদনের সময়ই কিছু যন্ত্রাংশ সার্ভিসিং সেন্টারে নিয়ে স্টক করে রাখে। কারন এমন অনেক হয় যে,ফোন কেনার একমাস পরে হাত থেকে পড়ে ডিসপ্লে ভেঙ্গে যায়। তখন সেই ব্যাক্তি নতুন ডিসপ্লে লাগাতে কাস্টমার সার্ভিস সেন্ট্ব্রে নিয়ে আসে। নির্দিষ্ট সময় পরে ধীরে ধীরে স্টকে থাকা যন্ত্রাংশের মজুত শেষ হতে থাকে। যদি শেষ না হয়, তখন উৎপাদক কোম্পানিতে পাঠিয়ে দেয়া হয়। সেখানে আবার নতুন ফোন উৎপাদন হয়।

অবিক্রীত ফোনগুলোর বিভিন্ন যন্ত্রাংশ এইভাবে সার্ভিসিং এর কাজে লাগে হয়। কিছু ফোন আবার উৎপাদন প্রতিষ্ঠানে নিয়ে নেয়। আমরা দেখি বাজারে কিছু নির্দিষ্ট ব্রান্ডের ফোন স্পেসিফিকেশনে সামান্য পরিবর্তন এনে সেটার পরের সিরিজ বা প্রো ভার্সন লাঞ্চ করা হয়। মূলত পূর্বের মডেলের অবিক্রীত বা অধিক উৎপাদিত ফোনগুলোকে বডিতে কিছুটা পরিবর্তন করে সেটার অন্য ভার্সন বের করা হয়। যারা মোবাইল সার্ভিসিং করে থাকে, তারা জানে যে বেশিরভাগ ফোনের একই ব্রান্ডের ফোনের ভেতরের মাদারবোর্ড প্রায় একই থাকে। সেক্ষেত্রে যদি বেশি পরিমাণ অবিক্রীত থাকে, তখন সেই অবিক্রীত ফোনগুলো বাজার থেকে তুলে নিয়ে নতুন আরেকটি সিরিজে ব্যাবহার করা হয়। সকল যন্ত্রাংশ ব্যাবহার করতে না পারলেও কিছু যন্ত্রাংশ ব্যাবহার করে কোম্পানির ক্ষতি কমানো হয়।

তাছাড়া মোবাইল কোম্পানি থেকে যখন ছাড় দেয়,তখন দোকানদার কিভাবে সেটি বিক্রি করে? মূলত মোবাইলের বাজারমূল্য যখন হ্রাস পায়,তখন প্রত্যেক দোকানদারকে একটি তালিকা দেয়া হয়। তালিকা অনুযায়ী দোকানে মজুত থাকা ফোনের উপর কমিশন বাড়িয়ে দেয়া হয়। দাম কমালেই যে, লাভ বেড়ে যায় সেটা কিন্তু নয়। মূলত দোকানদার একটা নির্দিষ্ট কমিশনের উপরে ফোন বিক্রি করে। আর যখন কোন নির্দিষ্ট ব্রান্ডের মডেলের ফোন অবিক্রীত থাকে। তখন কোম্পানি অফার/ছাড় দিয়ে সেগুলো বিক্রির ব্যাবস্থা করে। এছাড়া ফোনের বিক্রি বৃদ্ধির জন্য নির্দিষ্ট মডেলের ফোনের উপর কখনো কোম্পানি থেকে কখনো আবার দোকানের পক্ষ থেকে অফার বা ছাড় দেয়া হয়। এতকিছুর পরেও যখন অবিক্রীত অবস্থায় থাকে,তখন কোম্পানি ফেরত নিয়ে নেয়।

বেশিরভাগ ক্ষেত্রেই বাটন মোবাইল অবিক্রীত থাকে। এছাড়া বাটন মোবাইলের দাম কম হওয়ায় পুঁজিও কম থাকে। সুতরাং অবিক্রীত থাকলে কোম্পানি ফেরত নিবে এটাই স্বাভাবিক। তাই সেক্ষেত্রেও তেমন ঝুঁকি থাকেনা।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post