![]() |
Tiktok ভবিষ্যৎ YouTube হতে যাচ্ছে |
আমরা জানি টিকটকে শুরুতে পনেরো সেকেন্ডের শর্ট ভিডিও আপলোড দেয়ার নিয়ম ছিল। তারপর পনেরো থেকে বিশ আর বিশ থেকে ত্রিশ। সাম্প্রতি টিকটকের কার্যক্রমে মনে হচ্ছে Tiktok খুব শীঘ্রই ইউটিউবের মতো হতে যাচ্ছে। টিকটক তাদের ভিডিও আপলোড সময় তিন মিনিট করতে যাচ্ছে। ভবিষ্যৎতে একটাসময় Tiktok হতে পারে Youtube
তবে আমাদের মতে টিকটক চাইলেও ইউটিউব হতে পারবেনা। কারন টিকটক একটা বিশাল সাইজের এপ্লিকেশন। যা সবার সব ফোনের সাথে মানাতে পারেনা। টিকটকে যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন তারা বেশিরভাগ কোন মিউজিকের সাথে লিপ সিন করেন। ইউটিউবে নিজের যতটা ক্রিয়েটিভিটি প্রয়োজন হয়,টিকটকে ততটা প্রয়োজন হয়না।
এছাড়া বিভিন্ন দেশ ইতিমধ্যে টিকটক নিষিদ্ধের ঘোষনা দিচ্ছে। ইউটিউব ইতিমধ্যে বিশাল বড় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। সেখানে ইউটিউবের জনপ্রিয়তা কমিয়ে অন্য কোন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম দাড় করানোর অসম্ভব নয় তবে যথেষ্ঠ কস্টসাধ্য। তাছাড়া সাম্প্রতিক ফেইসবুক ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হওয়ার চেস্টায় থেকেও সেইভাবে পেরে উঠছেনা। যদিও বর্তমান বিশ্বে ফেইসবুকের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। তবুও ফেইসবুক ইউটিউবের সাথে পেরে উঠছেনা। সেক্ষেত্রে টিকটকের মতো এপ্লিকেশন পারবে কিনা সেটা আদৌ সন্দেহ আছে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।