![]() |
কেন কিনবেন Symphony Z33 |
Symphony Z33 সিম্ফনির নতুন এক চমক। দশ হাজার টাকার বাজেটে সিম্ফনি জেড৩৩ স্মার্টফোনটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন কারন সিম্ফনি মানেই অল্প বাজেটে পয়সা উসুল দীর্ঘস্থায়ী স্মার্টফোন। Symphony Z33 ফোনের দাম রাখা হচ্ছে ৮ হাজার ৭৯০ টাকা। যা আপনি ৩/৩২ ভ্যারিয়েন্টে পাবেন। কেন আপনার Symphony Z33 ফোনটি কেনা উচিৎ, কি আছে এই সিম্ফনি জেট ৩৩ ফোনে, এই নিয়েই হবে আমাদের আজকের আর্টিকেল।
Symphony Z33 ফোনটির বাজেটে যে স্পেসিফিকেশন দেয়া হয়েছে সেগুলা বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন, কেন কিনবেন Symphony Z33!
★ Symphony Z33 ফোনে ৬.৫২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে। যা এই বাজেট বা প্রিমিয়াম বাজেট, সব ফোনেই হয়।
★ প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক টি৬১০ প্রসেসর। যা অক্টাকোর প্রসেসরের আপডেট ভার্সন। ফোনটি যারা ব্যাবহার করেছে, তাদের কাছে জিজ্ঞাসা করলেই বুঝবেন, Symphony Z33 ফোনের এই প্রসেসর কেমন পারফরমেন্স করে। দৈনন্দিন ব্যাবহারে Symphony Z33 ফোনের পারফরমেন্স এককথায় মাখন!
★ পেছনের ক্যামেরা সেটাপ ১৩+২ মেগাপিক্সেল। সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। বাজেট হিসেবে যথেষ্ট পয়সাউসুল স্পেসিফিকেশন।
★ সিকিউরিটি হিসেবে থাকছে বেক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই বাজেটের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেকেই আপনাকে দিবেনা।
★ পাওয়ার সেকশনে ৫০০০ এমএইচ ব্যাটারির সাথে ১০ ওয়াটের নরমাল চার্জার থাকবে। বাজেট হিসেবে যথেষ্ট।
★ টাইপ বি সাপোর্ট পাবেন। এই বাজেট ফোনে খারাপ বলা যাবেনা।
★ এন্ড্রয়েট ভার্সন ১১ পাবেন। এছাড়া Symphony Z33 ফোনে প্রক্সিমিটি লাইট ও গ্রেভিটি সেন্সরের সাপোর্ট পাবেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।