src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ওয়াইফাই প্রাইভেট আইপি ব্যাবহার করার সুবিধা

ওয়াইফাই প্রাইভেট আইপি ব্যাবহার করার সুবিধা

ওয়াইফাই প্রাইভেট আইপি ব্যাবহার করার সুবিধা
ওয়াইফাই প্রাইভেট আইপি ব্যাবহার করার সুবিধা

যারা বাসায় বা অফিসে ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহার করেন, তাদের অনেকে প্রাইভেট আইপি এড্রেস ব্যাবহার করে থাকে। প্রাইভেট আইপি মানে, আপনার ওয়াইফাইতে যতটি মোবাইল ব্যাবহার হচ্ছে সবার আইপি এড্রেস একই থাকবে। আমরা যখন প্রাইভেট আইপি ব্যাবহার করিনা, তখন My ip Address লিখে সার্চ দিলে বিভিন্ন সময় আলাদা আলাদা আইপি এড্রেস দেখতে পাবেন। আমাদের দেশে কিছুকিছু ইন্টারনেট প্রোভাইডর ফ্রিতে প্রাইভেট আইপি দিয়ে থাকে। আমরা অনেকেই এখনো জানিনা, এই প্রাইভেট আইপির সুবিধা কি,অসুবিধা কি,প্রাইভেট আইপি কাদের ব্যাবহার করা জরুরি,কাদের ব্যাবহার করা ততটা প্রয়োজন নেই। মূলত অপটিক্যাল ফাইভার কানেকশনে, প্রাইভেট আইপি সুবিধা দেয়া সম্ভব। ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ সংযোগে প্রাইভেট আইপি সুবিধা পাওয়া সম্ভব নয়।

যেসকল আইএসপি ফ্রি কলিং সুবিধা দিয়ে থাকে, তাদের জন্য গ্রাহকদের প্রাইভেট আইপি এড্রেস দেয়াটা গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা ওয়েবসাইট পরিচালনা করেন, তাদের ক্ষেত্রে প্রাইভেট আইপি হলে অনেক সুবিধে হয়। আমাদের দেশে আইএসপি থেকে প্রাইভেট আইপি নিতে হলে অতিরিক্ত দেড়শ থেকে দুইশত টাকা দিতে হয়। ভালো মানের দুইএকটি আইএসপি ফ্রিতে প্রাইভেট আইপি দিয়ে থাকে।

তাছাড়া আপনি যখন অঅপটিক্যাল ফাইভার কানেকশন নিবেন, তখন সেই আইএসপি যদি সারা বাংলাদেশব্যাপী সংযোগ থাকে, তখন তাদের প্রধান অফিসে ফোন দিলে সেখান থেকেই আপনার ইন্টারনেটের অনেক সমস্যা সমাধান করে দেয়া যায় কিন্তু প্রাইভেট আইপি না থাকলে সেটি সম্ভব নাও হতে পারে। তবে লোকাল প্রোভাইডর দ্বারা সমাধান করা হয়ে থাকে।

প্রাইভেট আইপি সহ ইন্টারনেট কানেকশন নিলে আপনার ইন্টারনেট স্পিডের স্টেবিলিটি বেশি থাকবে। যারা গেমার আছেন,তারা ইন্টারনেট সংযোগে সমস্যা হলে,প্রাইভেট আইপি নিয়ে নেয়। প্রাইভেট আইপি ব্যাবহারকারী সবার তথ্য তৃতীয় পক্ষ জানতে পারবেনা, যদিনা আইএসপি কোন তথ্য দেয়। তবে সাইবার সিকিউরিটি টিম যদি বাসায় এসে আইপি ট্রেক করে তথ্য জানার চেস্টা করে,তখন অনেক তথ্য জানা যাবে।

মূলত প্রাইভেট আইপিতে ওয়াইফাই ইন্টারনেটের গতি সবসময় এক থাকে। গ্রাহকের ইন্টারনেট গতি নিয়ে যেকোন অভিযোগ দ্রুত সমাধান করে দেয়া সম্ভব হয়। মূলত গ্রাহকের সমস্যা দ্রুত সমাধান করা ও ভালো সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু আইএসপি প্রাইভেট আইপি ফ্রিতে দিয়ে থাকে। তবে সেটা যারা এক হাজার টাকার উপরে কোন কানেকশন ব্যাবহার করেন,তাদের ক্ষেত্রে ফ্রিতে দেয়।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post