![]() |
Oxygen Os আর Color Os পার্থক্য |
Oxygen Os আর Color Os এর পার্থক্য অনেকেই বুঝতে পারেনা। দুটোই বিবিকে ইলেক্ট্রনিকের প্রোডাক্ট। বিবিকে ইলেক্ট্রনিকের ওয়ানপ্লাস ফোনে দেয়া হয় অক্সিজেন ওএস। আর ওপ্পো মোবাইল ফোনে দেয়া হয় কালার ওএস।
সাম্প্রতি স্মার্টফোনের বাজারে গুঞ্জন বের হয়েছে এখন থেকে সব ফোনেই কালার ও এসে ফোন বাজারে আসবে। অক্সিজেন ওএস আর আসবেনা। তবে এই তথ্যটি কতটুকু সত্য সেটি আমাদের ধারনা নেই। যারা ওয়ানপ্লাস ব্রান্ডের ফোন কিনে, তারা বেশিরভাগ অক্সিজেন ওএস সিস্টেমের জন্যই ফোন কিনতো। এখন ওয়ানপ্লাস যদি তাদের ফোন থেকে অক্সিজেন ওএস সরিয়ে ফেলে,তাহলে সেটি কখনোই ভালো সিদ্ধান্ত হবেনা।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।