src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> OnePlus কোম্পানি ফ্রিতে ব্যাটারি বদলে দিচ্ছে

OnePlus কোম্পানি ফ্রিতে ব্যাটারি বদলে দিচ্ছে

OnePlus কোম্পানি ফ্রিতে ব্যাটারি বদলে দিচ্ছে
OnePlus কোম্পানি ফ্রিতে ব্যাটারি বদলে দিচ্ছে

সাম্প্রতি ওয়ানপ্লাস কোম্পানি তাদের কিছু নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে ফ্রিতে ব্যাটারি পরিবর্তন করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। OnePlus ফোনের এই সিদ্ধান্ত প্রিমিয়াম বাজেট ফোন ব্রান্ডের ক্ষেত্রে যথোপযোগী সিদ্ধান্ত। ওয়ানপ্লাসের নির্দিষ্ট কিছু ব্রান্ডের ক্ষেত্রে এই সুযোগ দেয়া হয়েছে।

ওয়ানপ্লাস ফোনের OnePlus 3, OnePlus 3t, OnePlus 5, OnePlus 5t, OnePlus 6, OnePlus 6t এই মডেলের ক্ষেত্রে আপনি অফিশিয়াল সার্ভিস সেন্টারে গিয়ে ব্যাটারি পরিবর্তন করতে পারবেন। তবে এখানে একটি শর্ত আছে। সার্ভিসিং সেন্টারের পারিশ্রমিক হিসেবে কিছুটা সার্ভিস চার্জ নিবে। এটা কিন্তু ব্যাটারির মূল্য নয়।

যারা অফিশিয়াল OnePlus ফোন কিনেছেন শুধুমাত্র তারাই এই সেবাটি পাবেন। যেসব দেশে ওয়ানপ্লাস ব্রান্ড অফিশিয়ালি আসেনি,সেইসকল দেশে এই সুবিধাটি পাবেন না। OnePlus যে একটি প্রিমিয়াম বাজেট ফোনের ব্রান্ড,সেটি তাদের এই কার্যক্রমে প্রমান করলো।

OnePlus তাদের এই অফার দেয়ার পেছনের কারন হিসেবে বলছে যে, তাদের ফোন ফ্যাক্টরিতে অবিক্রীত ও অব্যাবহৃত কিছু ব্যাটারি পড়ে ছিল। তারা চাচ্ছে তাদের এই ব্যাটারিগুলো মানুষের কাজে ব্যাবহার হোক। তাই তারা ওয়ানপ্লাসের কিছু নির্দিষ্ট মডেলে ফি ব্যাটারি পরিবর্তনের সুযোগ দিচ্ছে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post