src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> কমাদামী হ্যাডফোন ব্যাবহারের অসুবিধা

কমাদামী হ্যাডফোন ব্যাবহারের অসুবিধা

কমাদামী হ্যাডফোন ব্যাবহারের অসুবিধা
কমাদামী হ্যাডফোন ব্যাবহারের অসুবিধা

আমরা অনেকে রাস্তাঘাট থেকে কমদামে হ্যাডফোন কিনে থাকি। হ্যাডফোন এমন একটি জিনিস যা, খুব অল্প সময়েই নস্ট হয়ে যায়। তাই আমরা ভাবি যে, এটা বেশি টাকা দিয়ে কিনে লাভ নেই। আবার অনেকের ধারনা, মার্কেটের পাঁচশো টাকার হ্যাডফোন আর ফুটপাতের একশো টাকার হ্যাডফোন একই। বাস্তবে এই দুটোতে আকাশপাতাল তফাৎ আছে। রাস্তাঘাটের কমদামী হ্যাডফোনের ক্ষতিকর দিকগুলো জানলে আপনি আর কখনোই সামান্য টাকা বাঁচানোর জন্য একশো টাকার হ্যাডফোন কিনতে যাবেন না।

আমরা কেউ যখন বাহির থেকে হ্যাডফোন কিনতে যাই, তখন সেখানে নামীদামী ব্রান্ডের লগো লাগানো থাকে। সেটা দেখে আমরা ভাবি যে, সত্যিই এই হ্যাডফোনের কোয়ালিটি ভালো। বাস্তবে, সারা বিশ্বে চাইনিজ হ্যাডফোন তৈরি করা প্রতিষ্ঠানগুলো ততটা শক্তিশালী নয়। যে তাদের লগো ও নাম ব্যাবহার করলে কারো বিরূদ্ধে ব্যাবস্থা নিবে। এই লগো ও নাম বাংলাদেশে আসার পরে ব্যাবহার করা হয়। এই হেডফোনগুলো আমাদের দেশে লগো ছাড়াই আসে। তারপর সেগুলাকে বিভিন্ন ব্রান্ডের লগো লাগিয়ে ফুটপাতে বিক্রি করা হয়।

এবার মূল প্রসঙ্গে আসা যাক। এইসব কমদামী হ্যাডফোনে যে সাউন্ড কোয়ালিটির স্পিকার ব্যাবহার করা হয়, সেগুলা খুবই নিন্মমানের। দামী ও প্রিমিয়াম কোয়ালিটির হেডফোনে চুম্বকের শব্দ সরাসরি বাহিরে পাঠানো হয়না। সেখানে কোন কোন ক্ষেত্রে দুই থেকে তিন স্তর ভেদ করে, তারপর হেডফোনের শব্দ আমাদের কানে আসে। অন্যদিকে এই কমদামী নিন্মমানের হেডফোনে উৎপন্ন শব্দ সরাসরি আমাদের কানে এসে পৌছে যায়। ফলে এই শব্দ আমাদের কানের জন্য মারাত্বক ক্ষতির কারন হয়ে দাড়ায়।

এছাড়া ভালো ও প্রিমিয়াম কোয়ালিটির হেডফোনে শব্দ বাড়ানো ও কমানোর সিস্টেম দেয়া থাকে। বাজারের এই নিন্মমানের হ্যাডফোনে শব্দ বাড়ানো কমানোর সিস্টেম থাকেনা। সেখানে যে কম্পন সৃষ্টি করে সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। কানের জন্য অনেক বেশি ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে। তাই কিছুটা টাকা বাঁচানোর জন্য বাহির থেকে কমদামী হেডফোন কিনবেন না। ভালো ও ব্রান্ডের শপ থেকে প্রিমিয়াম দামে,প্রিমিয়াম কোয়ালিটির হেডফোন কিনে নিতে পারেন।

এবার অনেকে বলতে পারেন, দোকানের হেডফোন যে আসলেই ভালো সেটা চিনবো কিভাবে!  বাজারে ভালো পন্য বিক্রির সুনাম আছে, এমন শপ থেকে হেডফোন কেনার চেস্টা করবেন, তাহলেই ঠকবেন না।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post