src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Infinix Hot 11s কেন কিনবেন?

Infinix Hot 11s কেন কিনবেন?

Infinix Hot 11s কেন কিনবেন
Infinix Hot 11s কেন কিনবেন

Infinix Hot 11s ফোনটি সাম্প্রতি ভারতের বাজারে লাঞ্চ হয়েছে। আশাকরি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশের বাজারর চলে আসবে। ভারতের বাজারে Infinix Hot 11s মোবাইলের মূল্য ধরা হয়েছে ১০,৯৯৯ রুপি। আমাদের বাংলাদেশের বাজারে আসলে আশাকরা যায় ১৪ থেকে ১৫ হাজার টাকা দাম হতে পারে। এই বাজেটে Infinix Hot 11s কেমন স্পেসিফিকেশন দিচ্ছে,কাদের জন্য এই ফোনটি কেনা উচিৎ আর কাদের জন্য উচিৎ নয়, এই সবকিছু নিয়েই হবে আমাদের আজকের আর্টিকেল।

Infinix Hot 11s ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ সুপার ফাস্ট রেয়ার মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ প্রসেসর হিসেবে মিডিয়াটেক হিলিও জি৮৮ প্রসেসর।
★ ৯০ হার্য রিফ্রেশ রেট সুবিধার সাথে, ১৮০ হার্য টাচ সেম্পলিং রেট সুবিধে পাবেন।
★ স্পেসিফিকেশন ও সাইজ বিবেচনায় ওজনে অনেক কম।
★ ক্যামেরা হিসেবে পেছনে ৫০+২+২ আর সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। তবে Infinix Hot 11s ফোনটির আকর্ষণীয় দিক হলো উভয়পাশে ২কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন।
★ ৫০০০ এমএইচ ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন।
★ ফোনের বক্সে গ্লাস প্রোটেক্টর দিয়ে দেয়া হবে। তবে সেটি বক্স খোলার পর দোকানদার লাগিয়ে দিবে।
★ মোবাইলের বক্সে বেক কাভার হিসেবে টিপিউ কেস দেয়া হবে।

Infinix Hot 11s ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ মোবাইল ফোনের উপরে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক দেয়া হয়নি।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। যদিও বলা হচ্ছে মিডিয়াটেক হিলিও জি৮৮ বাস্তবে এটি মিডিয়াটেক জি৮৫ কে কিছুটা আপগ্রেডেশন করে ৮৮ করা হয়েছে।

Infinix Hot 11s ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ইনফিনিক্স ব্রান্ডের ভক্ত আছেন, তারা এই ফোনটি কিনতে পারেন। এছাড়া যারা তেমন হ্যাভি গেমিং করেন না, খুব বেশি ফটোগ্রাফি করেন না, হালকাপাতলা গেমিং ও টুকটাক ফটোগ্রাফি করেন তারা কিনতে পারেন। মিড বাজেটে যারা ভালো রিফ্রেশরেট ও ফুল এইচডি প্লাসের অভিজ্ঞতা পেতে চান তারা এই ইনিফিনিক্স হট ১১এস ফোনটি নিতে পারেন।

Infinix Hot 11s ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা হ্যাভি গেমার আছেন তারা মিডিয়াটেক জি৮৮ প্রসেসরের এই ইনফিনিক্স ফোনটি এড়িয়ে যেতে পারেন। যারা বিশাল বড় সাইজের ডিসপ্লে ফোন পছন্দ করেন না,তারাও এটি এড়িয়ে যেতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post