src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Fast Charging কেন ততটা Fast নয়!

Fast Charging কেন ততটা Fast নয়!

Fast Charging কেন ততটা Fast  নয়
Fast Charging কেন ততটা Fast  নয়

ফাস্ট চার্জিং সাপোর্টেড ফোনে যত দ্রুত Fast Charging হবে বলে কোম্পানি থেকে বলা হয়,বাস্তবে দেখা যায় ততটা দ্রুত চার্জ হয়না। কেন এমন হয়? এই নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
যারা ফাস্ট চার্জার সাপোর্টেড মোবাইল ফোন ব্যাবহার করেন, তাদের ক্ষেত্রে অতি কমন অভিযোগ থাকে,কোম্পানি থেকে বলা হয়েছিল ৩৩/৫৫ মিনিটে ৫০% চার্জ হবে কিন্তু বাস্তবে তার চেয়ে দেরিতে চার্জ হচ্ছে কেন? কারন, একটি ফোন তৈরি করার পরে কোম্পানি যে পরিবেশে, যতটুকু ভোল্টেজে চার্জ দেয়, আপনার বাসার পরিবেশ ও ভোল্টেজে ব্যাপক তফাৎ রয়েছে।

একটি মোবাইল ফোন তৈরির পরে চার্জ দিয়ে যখন দেখা হয়, তখন এতগুলো এপ্লিকেশন ইন্সটল থাকেনা,আজকের দিনে আপনার ফোনে যতগুলো এপ্লিকেশন আছে। কোম্পানির কারখানায় রুমের তাপমাত্রা আর আপনার বাসার রুমের তাপমাত্রা এক নয়। আপনি হয়তো দেখেছেন শীতকালে ফোন দ্রুত চার্জ হয় এমনকি ফোনের চার্জ দেরিতে শেষ হয়।

আবার কোম্পানিতে থাকাকালীন ফোন যখন চার্জ দেয়া হয়, সেখানকার বিদুৎতের ভোল্টেজ আর আপনার বাসায় সরবরাহকৃত ভোল্টেজ কখনোই এক হতে পারেনা।  তাই কোম্পানি যখন পরিক্ষামূলকভাবে ফোন চার্জে দেয়,তখন যে সময়ে চার্জ হয়, আপনার বাসায় এসে ফোন চার্জে লাগালে, তার চেয়ে কিছুটা অতিরিক্ত সময়ে চার্জ হয়। তাই বলে এটাকে ফাস্ট চার্জারের সমস্যা ভাবলে ভুল করবেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post