src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ColorOs 12 যে সুবিধা থাকছে!

ColorOs 12 যে সুবিধা থাকছে!

ColorOs 12
ColorOs 12

ওয়ানপ্লাসের স্মার্টফোনে ColorOs অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়। কালার ওএস তাদের অপারেটিং সিস্টেমে আপগ্রেডেশন আনতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ColorOs 12 আসছে। নতুন এই অপারেটিং সিস্টেমে কি কি নতুনত্ব থাকছে, সেটা নিয়েই হবে আমাদের আজকের আর্টিকেল।

ColorOs 12 অপারেটিং সিস্টেমে যা যা থাকছেঃ

★ ফোনের এনিমেশন ইফেক্টে নতুনত্ব আসবে।
★ নতুন কিছু আইকন যুক্ত হবে।
★ ফিচারগুলো আরো লাইট হবে।
★ স্কিনের মাঝামাঝি কানেকশন বাড়বে।
★ সাটার সিস্টেমে আপগ্রেডেশন আসবে।
★ নতুন প্রাইভেসি ফিচার আসবে।
★ স্মার্ট সাইটবার আপডেট ভার্সন ২ আসবে।
★ মেমোরির যায়গা বা স্পেস ত্রিশ পার্সেন্ট কম দখলে নিবে।
★ ব্যাটারির ক্ষয় বিশ পার্সেন্ট হ্রাস করবে।
★ ব্যাটারি লাইফ ১২% উন্নতি করাবে।
★ এন্ডয়েট ১২ ভার্সন সহ আরো কিছু নতুন ফিচার পাবেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post