![]() |
মোবাইল ফোনের ক্যামেরা ঘোলা হয়ে যায় কেন |
ফোন কেনার কয়েকদিন পরে দেখা যায় ফোনে ছবি তুলতে গেলে ক্যামেরা ঘোলা দেখায়। ক্যামেরা বলতে এক সাইডে বা কোনার নিচের দিকে ছবিতে ঘোলা আসে। কেন মোবাইলে ছবি ঘোলা আসে সেটাই আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হবে।
মোবাইল ফোনের ক্যামেরা ঘোলা দেখানোর জন্য প্রধানত তিনটি কারন থাকতে পারে।
সবার প্রথমে যে কারন হতে পারে সেটি হলো ক্যামেরা বাম্পে ময়লা জমা। এখন অনেকে বলবেন এটাতো আমরা জানিই। হ্যাঁ আপনি দিনে হয়তো দুইতিনবার কাপর দিয়ে ক্যামেরার কাচ পরিস্কার করেন। তবুও আমাদের পারিপাশ্বিক আবহাওয়ার কারনে ক্যামেরা বাম্পের ভেতরে শিশির জমতে পারে আর সেটা থেকেই ক্যামেরার ভেতরে ঘোলা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মিড বাজেট ফোনেই এই সমস্যাটি দেখা যায়। মোবাইলের ক্যামেরা বাম্প পরিস্কার করা ক্ষেত্রে সবসময় পাতলা টিসুৎ ব্যাবহার করার চেস্টা করবেন। বেশিবেশি শুকনো কাপড় ব্যাবহার করলে ক্যামেরা বাম্প এমনিতেই খসখসে হয়ে যায়। তখন ছবিতে ঘোলা দেখাতে পারে।
তারপর যে কারন হতে পারে, সেটি হলো প্রসেসর সমস্যা। আপনার ফোনের প্রসেসর যদি মিডিয়াটেক বা তার চেয়ে নিন্মমানের হয়, তাহলে নির্দিষ্ট সময় পরে ক্যামেরায় ছবি তুললে সেটি ঘোলা হওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণস্বরূপ আগে সিম্ফনি ও ওয়াল্টনের ফোনে প্রথমদিকে কেনার পরে দূর্দান্ত ছবি আসতো। তারপর নির্দিষ্ট সময় পরে ক্যামেরা ঘোলা হয়ে যেত। কারন তখনকার যুগে এখনকার মতো এত উন্নতমানের প্রসেসর ছিলনা। যদিও এখনকার দিনে সিম্ফনি ও ওয়াল্টন যে ফোনগুলো বাজারে আনছে সেগুলা যথেষ্ট ভালোমানের প্রসেসর সুবিধা দিয়ে বাজারে আনছে। ফোনের প্রসেসর যত ভালো ক্যামেরা তত ভালো হবে। তাই যদি ভালো ক্যামেরার জন্য ফোন কিনতে চান,তাহলে স্নাপড্রাগন প্রসেসর দিচ্ছে এমন কোন ফোন কেনার চেস্টা করুন।
তারপর যে কারন হতে পারে সেটি হলো মোবাইল ফোনের র্যাম ও রম স্পেস যদি কম থাকে তখন ছবি তুললে সেটার কোয়ালিটি কমে যায়। তখন ছবি ঘোলা দেখা যেতে পারে। তাই ফোনের র্যাম ও রম স্পেস সবসময় অর্ধেক বা তার বেশি খালি রাখার চেস্টা করবেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।