src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> স্যামসাং কেন গেমিং ফোন বের করেনা?

স্যামসাং কেন গেমিং ফোন বের করেনা?

স্যামসাং কেন গেমিং ফোন বের করেনা
স্যামসাং কেন গেমিং ফোন বের করেনা

গেমারদের জন্য স্মার্টফোন কোম্পানিগুলো গেমিং ফোন বের করে। শাওমি, রিয়েলমি,ওপ্পো, ওয়ানপ্লাস,ভিভো,টেকনোর মতো কোম্পানিগুলো বাজারে গেমিং ফোন নিয়ে আসে। আপনি লক্ষ হয়তো দেখেছেন স্যামসাং কোন গেমিং ফোন বের করেনা। কেন স্যামসাং গেমিং ফোন বের করেনা? স্যামসাং ব্রান্ডের গেমিং ফোন কি নেই? আজকের আর্টিকেলে এই বিষয়ে আলোচনা হবে।

আমরা যারা স্যামসাং ব্রান্ডের ফোন ব্যাবহার করি, তারা কি সেটা দিয়ে গেমিং করতে পারিনা? নাকি গেমিং পারফরমেন্স ভালোনা?

আসলে স্যামসাং গেমিং ফোন নাম দিয়ে, ফোন ব্যাবহারের এক্সপেরিয়েন্স খারাপ করতে চায়না। আমরা যখন একটা নতুন মোবাইল কিনি, তখন সবাই সেই ফোনে কাউকে কল দিয়ে কথা বলে নিই। শুধুমাত্র যে গেমিং করার জন্য ফোন কিনি সেটা কিন্তু নয়। আপনি যত মোবাইলের রিভিশন দেখবেন, সবযায়গায় প্রতিটি ফোনের গেমিং রিভিউ দেয়া হয়। হোক সেটা আট হাজার বাজেট মোবাইল, হোকনা সেটা আশি হাজার বাজেট মোবাইল। স্যামসাং বাজারে ডেডিকেটেড গেমিং স্মার্টফোন বের করেনা। তাই বলে কি স্যামসাং মোবাইলে গেমিং করা যায়না? অবশ্যই যায় এবং খুব ভালোভাবে গেমিং করা যায়। তবুও স্যামসাং গেমিং নাম দিয়ে কোন মোবাইল বাজারে আনেনা কেন? কারন আলাদাভাবে গেমিং মোবাইল নাম দিয়ে স্যামসাং ব্যাবহারকারীর এক্সপেরিয়েন্স খারাপ করতে চায়না।

যখন কেউ গেমিং ফোন কিনে,তখন সেটির উপর অনেকটাই অতিরিক্ত ধকল দেয়। সেই ধকলে ফোনের কনফিগারেশন অনেক আপগ্রেডেশন দিতে হয়। স্যামসাং চাইলেই গেমিং নাম দিয়ে ডেডিকেটেড স্মার্টফোন বের করতে পারে কিন্তু তারা এখন পর্যন্ত করেনি। তবে স্যামসাং ব্রান্ডের ফোন গেমিং করার জন্য যথেষ্ট ভালো ফোন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post