src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> বিকাশে ডিপিএস সেভিংস করার নিয়ম

বিকাশে ডিপিএস সেভিংস করার নিয়ম

নগদের মতো এখন বিকাশেও ডিপিএস সিস্টেম নিয়ে এসেছে। এখন চাইলে বিকাশ গ্রাহকরা তাদের জমাকৃত টাকার উপর লাভাংশ পেতে পারেন। নগদে মাসিক ভিত্তিতে ডিপিএস করার সিস্টেম আছে। যেখানে ভালো অংকের মুনাফা দেয়া হয়। এখন বিকাশেও DPS স্কিম সিস্টেম নিয়ে এসেছে।

বিকাশে ডিপিএস সেভিংস করার নিয়ম
বিকাশে ডিপিএস সেভিংস করার নিয়ম

আপনি যদি বিকাশে টাকা রেখে ভালো হারে মুনাফা পেতে চান, এইজন্য আপনাকে যা করতে হবে। বিকাশ এপ্সের আপডেট ভার্সনটি ডাউনলোড করতে হবে। আগে থেকে ফোনে বিকাশ এপ্স থাকলে, সেটিকে আপডেট করে নিন। বিকাশ এপ্স আপডেট করলেই ইন্টারফেসে ডিপিএস নামে একটি অপশন দেখতে পাবেন। সেই ডিপিএস অপশনে ক্লিক করলেই শর্তসমূহ দেখতে পাবেন। অনেকের ক্ষেত্রে শর্তসমূহ দেখায়না। সেক্ষেত্রে তারা Dps নিয়মের বাহিরে আছেন। তাই ডিপিএস দেখায়না।
বিকাশে ডিপিএস করার জন্য আপনার যে শর্তসমূহ মানতে হবেঃ
(১) গত এক মাসের মধ্যে কখনোই বিকাশের ব্যালেন্স এক হাজারের নিচে নামতে পারবেনা।
(২) ক্যাশ আউট/সেন্ড মানি/রিচার্জ যেকোন মিলিয়ে দুইবার লেনদেন থাকতে হবে।

তবেই আপনি বিকাশে DPS করতে পারবেন। যারা বিকাশে ডিপিএস করতে চাচ্ছেন, তাদের বিকাশ একাউন্টের ব্যালেন্স সর্বনিন্ম এক হাজার টাকা রাখার চেস্টা করুন। আর মাসে অন্তত দুই তিনবার মোবাইল রিচার্জ করার চেস্টা করবেন।

এখন বিকাশে ডিপিএসে মুনাহার হার নিয়ে এবার কিছু বলি। বিকাশে আপনার ব্যালেন্স যদি সর্বনিন্ম এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত থাকে,তবে আপনি ১.৫% হারে মুনাফা পাবেন। এই মুনাফা বছরে দুইবার ভাগ করে দিবে। টাকার অংক যত বাড়বে, আপনার মুনাফার হার ততোই বাড়তে থাকবে।

কেন বিকাশে DPS করা উচিৎ?
আমরা জানি DPS মানুষকে সঞ্চয়ী করে তুলে। বিকাশে এমনিতেই সবার কমবেশি টাকা থাকে। বিকাশে টাকা রাখতে হলে ব্যাংকে যেতে হয়না। টাকা জমা দেয়া ও উত্তোলন করা অনেক সহজ। আপনি বিপদেআপদে বিকাশের ডিপিএসের টাকা উত্তোলন করে ফেলতে পারবেন। তবে এই ক্ষেত্রে মুনাফা পাবেন না। আপনি যদি ব্যাংকে ডিপিএস করতেন, তাহলে তাৎক্ষণিক বিপদেআপদে টাকা তোলা সম্ভব ছিলনা কিন্তু বিকাশে সেটা করা যায়। বিকাশে টাকার অংক যত বড় হবে, ডিপিএসের মুনাফার হার তত বাড়বে।

এবার অনেকে ভাববেন নিরাপত্তার কথা। আপনি যদি বিকাশের পিন কারো সাথে শেয়ার না করেন, তাহলে বিকাশের টাকা শতভাগ নিরাপদ। বিকাশের পিন ও ওটিপি কোন না জানলে কেউই বিকাশের টাকা নিতে পারেনা। বিকাশ গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিয়ে অনেক সতর্ক আছে। আপনি যদি সেইলেভেলের বেকুব না হয়ে থাকেন, তাহলে টাকা চলে যাবার কোন সম্ভাবনা নেই।

যাদের সঞ্চয় করার ইচ্ছে আছে, তারা বিকাশে ডিপিএস করতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post