![]() |
গেমিং করার জন্য কোন ব্রান্ডের ফোন ভালো |
অনেকেই আমাদের নিকট জানতে চায়,গেমিং করার জন্য কোন ব্রান্ডের স্মার্টফোন ভালো হবে? যারা গেমার আছেন, তারা সচারচর বেশি বাজেটে ভালো স্মার্টফোন কিনে থাকে। যারা গেমিং মোবাইল কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য আমাদের আজকের আর্টিকেল।
গেমিং স্মার্টফোন হতে হবে দূর্দান্ত পারফরমেন্স। সেখানে অবশ্যই ভালোমানের প্রসেসর থাকতে হবে। ভালো ব্যাটারি বেকাপ সাথে শক্তিশালী ফাস্ট চার্জিং সুবিধা থাকতে হবে। বর্তমান স্মার্টফোন বাজারে ভালো গেমিং ফোন বানায় রিয়েলমি ও শাওমি। আপনি যদি হ্যাভি গেমার হয়ে থাকেন, তাহলে রিয়েলমি বা শাওমির ২৫ হাজার টাকার উপরের বাজেটে কোন স্মার্টফোন কিনে ফেলুন।
শাওমির রেডমি নোট সিরিজের ফোনগুলো গেমিং করার জন্য যথেষ্ট ভালো ফোন। গেমিং মোবাইলের প্রসেসর অবশ্যই স্নাপড্রাগন প্রসেসর হতে হবে। ব্যাটারি সেকশনে নূন্মতম পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ও সাথে অন্তত ত্রিশ ওয়াট বা তার বেশি ওয়াটের ফাস্ট চার্জার থাকা আবশ্যক।
শুধুমাত্র নাম দিলেই গেমিং ফোন হয়না। বাজারে সাম্প্রতি নতুন কিছু স্মার্টফোন ব্রান্ড এসেছে যারা ১৬-১৮ হাজার বাজেটে গেমিং ফোন নামে স্মার্টফোন নিয়ে আসে। প্রসেসর হিসেবে দেয় মিডিয়াটেক জি৮৫ প্রসেসর বা জি৯০ বা জি৯০ টি প্রসেসর। তারা আপনাকে তারা বুঝাবে জি৮৫ মানে গেমিং ৮৫ প্রসেসর। আপনি দূর্দান্ত গেমিং করতে পারবেন। সেই ফোনে বিশাল ডিসপ্লের সাথে ৫হাজারের ব্যাটারি দিয়ে, ধরিয়ে দিবে ১৮ ওয়াটের চার্জার!
আপনি যদি সত্যিকার অর্থে পয়সাউসুল গেমিং ফোন কিনতে চান,তবে ভালো বাজেটে শাওমি বা রিয়েলমির গেমিং ফোন কিনুন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।