src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Xiaomi Poco M3pro কেন কিনবেন?

Xiaomi Poco M3pro কেন কিনবেন?

Xiaomi Poco M3pro 5G ভারতের বাজারে এসেছে। খুব শীঘ্রই আমাদের বাংলাদেশের বাজারে চলে আসবে। বাজারে আসার আগেই ফোনের স্পেসিফিকেশন আমাদের নজরে চলে এসেছে। দাম নিয়েও অনেকটা ধারনা পেয়েছি। ভারতের বাজারে Xiaomi Poco M3pro 5G ফোনের সাথে তুলনা করলে আমাদের বাংলাদেশের অফিশিয়াল Poco M3pro 5G দাম হতে পারে ২৩ হাজার ৯৯৯ টাকা। আজকের আর্টিকেলে Poco M3pro 5G ফোনের ভালোমন্দ সবদিক বিবেচনায় রিভিউ দেয়া হলো। কেন আপনি Xiaomi Poco M3pro ফোন কিনবেন সেটা নিয়েও ধারনা পাবেন।

Xiaomi Poco M3pro 5g কেন কিনবেন
Xiaomi Poco M3pro কেন কিনবেন

Xiaomi Poco M3pro 5G স্পেসিফিকেশনঃ

★ সাইজ অনুযায়ী ফোনটির ওজন অনেক কম। মাত্র ১৯৭ গ্রাম ওজন।

★ এই বাজেটে পকোর ফাইভজি ফোন। কালো,নীল,হলুদ এই তিনটি কালারে ফোনটি পাবেন।

★ প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডায়মনসিটি ৭০০ প্রসেসর।

★ সুপার ফাস্ট সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

★ স্পেসিফিকেশন ও সাইজ অনুসারে ওজনে অনেক কম।

★ পাঞ্চ হোল ক্যামেরা থাকবে।

★ ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা দেয়া হচ্ছে।

★ ডুয়েল ফাইভজি সাপোর্টেড সিস্টেম থাকবে।

★ স্পেসিফিকেশন বলছে এই ফোনে এনএফসি সাপোর্ট থাকবে।

Xiaomi Poco M3pro 5G ফোনটির নেগেটিভ দিকঃ
★ স্পেসিফিকেশন অনুযায়ী দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু ও যেহেতু ফাইভজি দিচ্ছে, সেই হিসেবে ঠিক আছে।

★ Poco M3pro 5G ফোনে ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত। এই যুগে চার ক্যামেরা ছাড়া চলে!! প্রাইমারী ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল ছাড়া বাকী দুটি তেমন ভূমিকা রাখেনা।

★ Poco M3 তে ৬০০০ এমএইচ ব্যাটারি দেয়া হয়েছিল,সেক্ষেত্রে এখানেও ৫০০০ না দিলেও পারতো।

যারা ফাইভজি ফোন কিনবেন ভাবছেন,তারা Poco M3pro 5G ফোনটি কিনে নিতে পারেন। ভালো স্পেসিফিকেশনে ফোনটি খারাপ হবেনা। যাদের এই মূহুর্তে ফাইভজি ফোন প্রয়োজন নেই। যারা মোবাইল ইন্টারনেট ব্যাবহার করেন না। যাদের বাসায় ওয়াইফাই লাইন ব্যাবহার করেন। কারন ফোনটিতে ফাইভজি দেয়ার কারনে দাম কিছুটা বেশি রেখে,স্পেসিফিকেশন কিছুটা বাদ দেয়া হয়েছে। তাই একান্তই ফাইভজি প্রয়োজন না হলে,না কেনাই ভালো।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post