বর্তমানে আমাদের অনেকের বাসায় ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেয়া থাকে। লাইন নেয়ার কিছুদিন পরে দেখা যায় হঠাৎ হঠাৎ লাইন স্লো করে। যেটাকে আমরা স্পিড ছেড়ে দেয়া বা লাইন ছেড়ে দেয়া বলে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্পিডে বেশি ব্যাবহারকারী হলে এই সমস্যাটি হয়। এছাড়া আরো কিছু কারনে এই সমস্যা হতে পারে। আপনি যদি ওয়াইফাই ব্যাবহারকারী হয়ে থাকেন তবে আজকের আর্টিকেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ।
![]() |
ওয়াইফাই ইন্টারনেট হঠাৎ স্লো হলে করনীয় |
ওয়াইফাইন বা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ যারা ব্যাবহার করি, তাদের একটি অন্যতম অভিযোগ থাকে মাঝেমাঝে স্পিড ছেড়ে দেয়। তখন আইএসপি(ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর) এর কাছে অভিযোগ জানালে,তারা ঠিক করে দেয়। আবার কোন কোন সময় বেশিবার অভিযোগ করলে বলে যে, আপনার রাউটার পরিবর্তন করুন। তবে আপনি যদি ক্যাট সিক্স বা ক্যাট ফাইভের তার দিয়ে ইন্টারনেট কানেকশন নিয়ে থাকেন, তাহলে এই সমস্যাটি হওয়া স্বাভাবিক। যারা ক্যাট ফাইভ বা ক্যাট সিক্সের তার চিনেন না, তাদের বলি যেগুলা সাদা বা হলুদ তার দিয়ে বাসায় লাইন ঢুকে সেগুলা ক্যাট সিক্স বা ক্যাট ফাইভের তার। আর ডিশ লাইনের তারের মতো তার দিয়ে যে লাইন দেয়া হয়, সেগুলা অপটিকাল ফাইভার লাইন। অপটিক্যাল ফাইভার দিয়ে ইন্টারনেট কানেকশন নেয়া সবচেয়ে ভালো। অপটিক্যাল ফাইভার দিয়ে লাইন নিতে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। অনেক আইএসপি আছে যারা, পাঁচশো টাকায় অপটিকাল ফাইভার কানেকশন দিয়ে থাকে। তবে সেটার অফার সীমিত সময়ের জন্য থাকে।
যে যে কারনে ওয়াইফাই ইন্টারনেট স্পিড স্লো হতে পারে, সেই কারনগুলো জানলেই আমরা সমস্যার সমাধান পেয়ে যাবো।
(১) আপনার ওয়াইফাই রাউটার যদি হয় দুই এন্টেনার। আর সেখানে যদি ছয় জন বা তার বেশি ব্যাবহারকারী একইসময়ে ব্যাবহার করে তখন নেট স্পিড স্লো করাটা স্বাভাবিক।
(২) আপনার বাসার ওয়াইফাই পার্সওয়ার্ড যদি পাশের বাসার কেউ জেনে ব্যাবহার করে, সেক্ষেত্রে মাঝেমধ্যে ওয়াইফাই ইন্টারনেট স্লো করাটা স্বাভাবিক। কারন ওয়াইফাই ইন্টারনেট যখন কোন রাউটারে দূর থেকে কানেকশন নেয়,তখন দূরে কানেকশন দিতে গিয়ে,আপনি কাছে থাকা স্বত্তেও আপনার স্পিড স্লো হয়ে যাবে। তাই পাশাপাশি বাসা হলে ওয়াইফাই পার্সওয়াড দিবেন, তবে বলে দিবেন যাতে দূর থেকে কানেকশন দেয়ার চেস্টা না করে। বিল্ডিং এর উপর তলা,নিচতলা এমন হলে লাইন স্লো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
(৩) আপনার লাইন যদি ৫-৮ এম্বিপিএস হয়,তাহলে ৩-৪ জন্য ব্যাবহার করতে পারবেন অনায়াসে। যদি ৮-১০ এম্বিপিএস হয় তখন ৫-৭ জন ব্যাবহার করতে পারবেন। যদি ১০-১৫ এম্বিপিএস হয়,তাহলে ৮-১০ জন্য ব্যাবহার করতে পারবেন। এই রেঞ্জের অধিক হলে লাইন স্লো করাটা স্বাভাবিক। সেক্ষেত্রে আইএসপিকে বলে ডিভাইস অনুযায়ী স্পিড বাড়িয়ে নিন।
(৪) আমরা অনেকে ব্রান্ড ভ্যালুর কথা বিবেচনা করে দামী ব্রান্ডের রাউটার কিনে থাকি। সেগুলার কনফিগারেশন এতই জটিল যে,কোন কোন আইএসপিও ঠিকভাবে সেটাপ দিতে পারেনা। এছাড়া সেগুলা আমাদের বাংলাদেশের ওয়াইফাই ইন্টারনেট ও একইসাথে আশেপাশে থাকা মোবাইল ইন্টারনেট,সবকিছু মিলিয়ে খাপ খাওয়াতে পারেনা। তাই রাউটার কিনলে মাঝামাঝি বাজেটে সবাই যে রাউটার ব্যাবহার করে সেগুলা কিনতে পারেন। দুই এন্টেনার কিনলে ১৩০০-১৬০০ টাকার মধ্যে কিনতে পারেন। তিন এন্টেনার রাউটার কিনলে ১৫০০-১৮০০ টাকার মধ্যে কিনতে পারেন। টিপি লিংক, টেন্ডা এই দুই ব্রান্ডের রাউটার আমাদের দেশে বেশি ব্যাবহৃত রাউটার।
(৫) অনেক আইএসপি আছে যারা তাদের থেকে রাউটার কেনার জন্য আপনাকে বলবে। এই কাজটি করবেন না। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, আপনার রাউটারটি যে দোকান থেকে কিনেছেন তাদের দোকানে নিয়ে চেক করে আনতে পারেন বা আপনার পরিচিত কোন বন্ধুর বাসায় নিয়ে সেটাপ করে দেখতে পারেন। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে। তখন আইএসপিকে ধরবেন। বুঝে নিবেন, তারা আপনাকে দিয়ে রাউটার কেনানোর জন্য আপনার লাইনে ঝামেলা করাচ্ছে।
এছাড়া যদি কেউ বিশ এম্বিপিএসের কম লাইনে অনলাইন গেমিং করে সেক্ষেত্রে অন্যদের লাইন স্পিড ছেড়ে দিতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখবেন বাসায় যদি কেউ গেমার থাকে, তাকে সবসময় অনলাইন গেমিং করতে মানা করবেন। গেমারদের জন্য অন্তত তিন এন্টেনার রাউটার প্রয়োজন। লাইন স্পিড ১৫+ দরকার। অনলাইন গেমিং করার ক্ষেত্রে যদিও খুব বেশি একটা ইন্টারনেট ব্যায় হয়না কিন্তু এটা লাইনকে খুব বেশি ব্যাস্ত রাখে। সেক্ষেত্রে ওয়াইফাই রাউটার গরম হয়ে যায়। তখনই ওয়াইফাই স্পিড হ্যাং খায়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।