src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Walton Toronggo Router কেমন হবে?

Walton Toronggo Router কেমন হবে?

যেহেতু মোবাইল ফোনের সাথে ইন্টারনেট জড়িত আর সেই আনলিমিটেড ইন্টারনেট পেতে প্রয়োজন ওয়াইফাই ইন্টারনেট সেবা। সেই ওয়াইফাই ইন্টারনেট নেটওয়ার্ক পেতে বাসায় ভালো মানের রাউটার স্থাপন করা প্রয়োজন। সাম্প্রতি ওয়াল্টন বাজারে এনেছে Walton Toronggo রাউটার। যার দাম রাখা হচ্ছে প্রায় ১,৪৯৯ টাকা। দুই এন্টেনাযুক্ত এই রাউটারটি নিয়েই আমাদের আজকের আর্টিকেল সাজানো হয়েছে।

Walton Toronggo Router
Walton Toronggo Router

Walton Torongo Router মূলত দুই এন্টেনাযুক্ত একটি রাউটার। যা বাজারে গতানুগতিক রাউটারের চেয়ে কিছুটা আলাদা। রাউটারটি দুটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে। একটি কালো আরেকটি সাদা। তবে আমাদের কাছে সাদাটি ভালো লেগেছে। বাজারে অন্য রাউটারের মতো এই রাউটারেও পর্যাপ্ত পোর্ট পাবেন। তবে এই রাউটারে ব্যাতিক্রম হলো এখানে থান্ডার প্রোটেকশন দেয়া হয়েছে।

রাউটার কেনার পর আমাদের সবার মধ্যেই কমন একটি ভয় কাজ করে যে, এটি কখন আবার বজ্রপাতে নস্ট হয় কিনা! আমাদের দেশে অনেক নামীদামী ব্রান্ড বজ্রপাতে রাউটার নস্ট হলে সেটার ওয়ারেন্টি দেয়না। ওয়ালটনের এই তরঙ্গ রাউটারটি বজ্রপাত থেকে সুরক্ষার জন্য থান্ডার প্রোটেকশন ব্যাবহার করা হয়েছে। ফলে বজ্রপাতে কিছুটা হলেও আপনার রাউটার সুরক্ষা থাকবে।

এছাড়া দুই এন্টেনা রাউটার হিসেবে এই রাউটারের রেঞ্জ যথেষ্ট ভালো পাবেন। রাউটার সেটাপ সবকিছু সুন্দরভাবে দেয়া আছে। এছাড়া আপনি ওয়াল্টনের তরঙ্গ রাউটারটি কিনলে আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন। দেশীয় ব্রান্ড হলেও Walton Toronggo রাউটার অল্প সময়ে বাজারে যথেষ্ট সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post