src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Walton Primo Zx4 ওয়ালটনের সেরা ক্যামেরা মোবাইল

Walton Primo Zx4 ওয়ালটনের সেরা ক্যামেরা মোবাইল

ওয়াল্টন বাজারে নিয়ে আসলো Walton Primo Zx4 নতুন স্মার্টফোন। যারা ক্যামেরার জন্য ওয়াল্টনের মোবাইল কিনবেন ভেবেছিলেন, তাদের জন্য Primo Zx4 সেরা পছন্দ হতে পারে। তবে ফোনটির দামের কথা চিন্তা করলে কারো কারো বেশি মনে হতে পারে। আপনি যদি বাজারে গতানুগতিক ফোনের কথা বিবেচনায় নেন, তাহলে Walton Primo Zx4 ফোনের দাম মোটেও বেশি মনে হবেনা।

Walton Primo Zx4 ওয়ালটনের সেরা ক্যামেরা মোবাইল
Walton Primo Zx4 ওয়ালটনের সেরা ক্যামেরা মোবাইল 

কারন Walton Primo Zx4 ফোনে প্রাইমারী ক্যামেরা হিসেবে ব্যাবহার করা হচ্ছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি সেল্ফি ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এইযুগে এই বাজেটে কোন ব্রান্ড ৩২ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা দিবে বলতে পারেন?

শুধুমাত্র ক্যামেরার দিক বিবেচনা করলে, Walton Primo Zx4 ফোনে যে দাম ধরা হয়েছে সেটি মোটেও বেশি নয়। এছাড়া ওয়াল্টন এই ফোনটিরে দিচ্ছে এলুমিনিয়াম ফ্রেম ও থ্রিডি গ্লাস বডি। যা এই ফোনটিকে অন্যরকম এক প্রিমিয়াম লুক দিবে।

Walton Primo Zx4 ফোনটি যদি আমরা ক্যামেরা ফোন হিসেবে দেখি,তাহলে দাম ও স্পেসিফিকেশন ঠিকই আছে। কারনে ওয়ালটনের এই ফোনের ক্যামেরায় সনি আইএমএক্স ৬৮২ সেন্সর ব্যাবহার করা হয়েছে। যে সেন্সরটি দূর্দান্ত ছবি তুলতে সক্ষম। তাছাড়া ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতেও আপনি পোট্রেইট মোডে ছবি তুলতে পারবেন। এই বাজেটে বাংলাদেশি স্মার্টফোন ব্রান্ডের কাছ থেকে এতকিছু,এককথায় অবিশ্বাস্য।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post