দেশের বাজারে ওয়াল্টন নিয়ে আসতে যাচ্ছে Walcart অনলাইন শপিং প্লাটফর্ম। আশাকরা যায় খুব শীঘ্রই ওয়ালটন তাদের এই ফ্লাটফর্মের কার্যক্রম শুরু করবে। আমাদের বাংলাদেশের ই-কমার্স খাতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে পারে ওয়াল্টনের ওয়ালকার্ট। বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক ও প্রযুক্তি উৎপাদন বিপননকারী প্রতিষ্ঠান ওয়াল্টনের সাব প্রতিষ্ঠান হিসেবে Walcart অনলাইন শপিং আসতে যাচ্ছে।
![]() |
Walton নিয়ে আসছে Walcart অনলাইন শপিং |
এই ওয়ালকার্টে থাকবে আমাদের দৈনন্দিন জীবনে নিত্যপ্রয়োজনীয় সকল পন্য সহ ১৫০ ও তার বেশি রকমের পন্য। ইলেক্ট্রনিক,আসবাবপত্র, খেলনা, খাবার থেকে শুরু করে একটি অনলাইনভিত্তিক ইকমার্সে যা যা থাকে Walcart অনলাইন শপিং সাইটে সবকিছুই থাকবে।
অন্যসব অনলাইন শপিং সাইটের মতো লোভনীয় কোন ফাঁদ নয়। ওয়ালমার্টে থাকবে যৌক্তিক মূল্যছাড় সহ ক্রেতাদের জন্য সর্বোচ্চ মূল্যছাড়। ওয়াল্টন দেশীয় ব্রান্ড হিসেবে অবশ্যই সর্বনিন্ম দামে, সর্বোচ্চ সেবাটুকু দেয়ার চেস্টা করবে। গ্রাহকের পছন্দমত পন্য সর্বনিম্ন মূল্যে আসল পন্য দেয়ার ক্ষেত্রে Walcart অনলাইন শপিং আঙ্গীকারবদ্ধ। এছাড়া থাকবে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ সহ ক্যাশ অন ডেলিভারির সুযোগ। যেখানে আমাদের দেশে নামসর্বস্ব কিছু অনলাইন শপ আছে যারা অগ্রিম টাকা নিয়ে,গ্রাহকের টাকায় পন্য কিনে আবার সেই গ্রাহকের সাথে প্রতারণা করে।
অনলাইন শপিং করার ক্ষেত্রে গ্রাহকের ভোগান্তি দূর করার জন্য আমাদের দেশীয় কোম্পানি ওয়াল্টনের সাব কোম্পানি Walcart অনলাইন শপিং সিস্টেম নিয়ে আসতে যাচ্ছে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।