Vivo স্মার্টফোন কোম্পানি বাজারে আনতে যাচ্ছে VivoQ ব্রান্ড। রিয়েলমি যেভাবে IQoo ব্রান্ড নিয়ে এসেছে,ঠিক তেমনি ভিভো বাজারে নিয়ে আসছে VivoQ এমনি গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা জানি অপ্পো,ভিভো, রিয়েলমি,ওয়ানপ্লাস এই সবগুলোই একই কোম্পানির অধীনস্থ হিসেবে কাজ করে। তাদের মাদার কোম্পানি বিবিকে ইলেকট্রনিক।
![]() |
Vivo বাজারে আনতে যাচ্ছে VivoQ ফোন |
তারপর বাজারে আসলো এইকু মোবাইল ব্রান্ড। আইকুর পরে এখন গুঞ্জন বের হচ্ছে ভিভোকিউ নামে আরেকটি ব্রান্ড বাজারে আনতে যাচ্ছে ভিভো। স্মার্টফোন ব্রান্ডগুলো এত এর নামে ফোন আনছে যে আমরা ফোন কেনার কথা মাথায় আনলে রীতিমত কনফিউজড হয়ে যাই।
প্রথমে ওপ্পো, সেই ওপ্পে থেকে ভিভো, ভিভো থেকে রিয়েলমি, রিয়েলমি থেকে ওয়ানপ্লাস, ওয়ানপ্লাস থেকে আইকু, আইকু থেকে ভিভোকিউ! একই কোম্পানির এত এত নামে স্মার্টফোন বের করার আসল রহস্য কি আদৌ কেউ জানে?
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।