src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফাস্ট চার্জার কি আসলেই ফোনের ক্ষতি করে?

ফাস্ট চার্জার কি আসলেই ফোনের ক্ষতি করে?

এখনকার স্মার্টফোন বাজারে ফোন কিনতে গেলেই দেখি, ফাস্ট চার্জার সুবিধা আছে কিনা। কারন বর্তমান বাজারের বেশিরভাগ ফোন অন্তত চার হাজার এমএইচ ব্যাটারি বা তার উপরে থাকে। ফলে এই বিশাল ব্যাটারি চার্জ দিতে হলে আপনাকে ফাস্ট চার্জার ব্যাবহার করতে হবে। নতুবা চার্জ হতে তিন থেকে চার ঘন্টা সময় নিবে। দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যদি,ফোন চার্জ দিতেই চার ঘন্টা সময় নিয়ে নেয়, তাহলে একদিনের ছয়ভাগের একভাগ সময় চার্জেই ব্যায় হয়ে গেলো। অনেকের অভিযোগ ফাস্ট চার্জার ফোনের জন্য ক্ষতিকর। আসলেই কি ফাস্ট চার্জার ক্ষতিকর? এই নিয়েই হবে আমাদের আজকের আর্টিকেল।

ফাস্ট চার্জার কি আসলেই ফোনের ক্ষতি করে
ফাস্ট চার্জার কি আসলেই ফোনের ক্ষতি করে

ফাস্ট চার্জার সিস্টেমে ফোন দ্রুত চার্জ করে। শুধুমাত্র চার্জার ফাস্ট হলেই হয়না,আপনার ফোনকেও ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্টেড হতে হবে। আমরা সাধারন ফিচার ফোনে যে চার্জার ব্যাবহার করি, সেটা চার থেকে পাঁচ ওয়াটের হয়। সাধারণ স্মার্টফোনে যে চার্জার ব্যাবহার করি, সেটা দশ ওয়াটের হয়। ফাস্ট চার্জার হওয়ার জন্য অন্তত ১৮ ওয়াটের হতে হবে। বাজারে শুরুতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার বের হয়। তারপর বাড়তে বাড়তে আজকের দিনে বাজারে ১২০ ওয়াটের ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে। অনেক বিশেষজ্ঞের অভিমত, ফাস্ট চার্জার ১৫০ ওয়াটের বেশি বাড়ানো সম্ভব নয়। স্মার্টফোন চার্জ করার জন্য অনেক বেশি ওয়াটের ফাস্ট চার্জার ব্যাবহার করাটাও একধরনের বিদুৎতের অপচয়। তবে যুগের প্রয়োজনে মানুষের ব্যাস্ততা বাড়ছে। ফলে তিন চারঘন্টা ধৈর্য ধরে মোবাইল চার্জ দেয়ার মতো ধৈর্যশক্তি এখনকার যুগের মানুষের নেই। তাই এখনকারযুগের স্মার্টফোন ক্রেতারা ফোন কিনতে গেলেই ফাস্ট চার্জার সুবিধাযুক্ত ফোন খুঁজে বেড়ায়। অন্যদিকে ব্রান্ডগুলোও গ্রাহকের চাহিদা মাথায় রেখে চার্জ চার্জার সুবিধাযুক্ত ফোন বানাচ্ছে।

ফাস্ট চার্জার ফোনের ব্যাটারির ক্ষতি করে,এমন কোন সুস্পষ্ট প্রমান এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। তবে ফোনকে ফাস্ট চার্জ করার জন্য ফোন তুলনামূলক বেশি গরম হয়। ফলে ব্যাটারি ও ফোন গরম হওয়াটা ব্যাটারির জন্য ক্ষতিকর। অন্যদিকে ফাস্ট চার্জার বিষয়টা অন্য হিসেবে আমাদের বোকা বানাচ্ছে। যেমন ধরুন কিছু কিছু ব্রান্ডের ফোনে বলা হয় মাত্র ৪৩ মিনিটে ফোন ৫০% চার্জ হবে। আপনি যদি নরমাল চার্জারের ক্ষেত্রে দেখেন, দেখবেন যে প্রথম ৭০-৮০% খুব দ্রুত চার্জ হচ্ছে। তারপরের ত্রিশ চল্লিশ পার্সেন্ট চার্জ হতে অনেক সময় নিচ্ছে। ফাস্ট চার্জারের ক্ষেত্রেও কোন কোন ক্ষেত্রে এইভাবে আমাদের বোকা বানাচ্ছে কিছু স্মার্টফোন ব্রান্ড।

ফলে ফাস্ট চার্জার যে শতভাগ পর্যন্ত ফাস্ট চার্জ করে সেটা সবসময়ের জন্য সত্য নয়। তবে মিথ্যাও নয়। কারন চার্জারের পাওয়ার যেহেতু বেশি দেয়া হচ্ছে সেহেতু ফোন কিছুটা দ্রুত চার্জ হয়। তবে ফাস্ট চার্জার ফোনের ক্ষতি করবে যদি ফোনের ব্রান্ড ফোনটি তৈরিতে ঠিকভাবে অপটিমাইজেশন করতে না পারে। নতুবা ফাস্ট চার্জিং সিস্টেমে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিছুকিছু ব্রান্ড আছে যারা নামেমাত্র ফাস্ট চার্জিং সিস্টেম দেয়। চার্জার ফাস্ট চার্জিং দেয় ঠিকই কিন্তু নিন্মমানের। মোবাইলের ভেতরকার প্রযুক্তিও দেয় নিন্মমানের। ফলে ফোন চার্জে লাগালেই অতিরিক্ত হিটিং ইসুৎ হয়। এটা ফাস্ট চার্জার সিস্টেমের সমস্যা না।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post