src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Tecno Pova 2 Price Good and Bad Side||টেকনো পোভা ২ দাম ও ভালোমন্দ দিক

Tecno Pova 2 Price Good and Bad Side||টেকনো পোভা ২ দাম ও ভালোমন্দ দিক

ভারতের বাজারে লাঞ্চ হয়েছে Tecno Pova 2 স্মার্টফোন। আশাকরি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারর চলে আসবে। ভারতের বাজারে ৪/৬৪ ভ্যারিয়েন্টে Tecno Pova 2 পাবেন, মাত্র ১০হাজার ৪৯৯ টাকা। বাংলাদেশের বাজারে অফিশিয়ালি আসলে ১৬-১৭ হাজারের মধ্যেই আসবে বলে আশা করা যায়। এছাড়া ভারতের বাজারে ৬/১২৮ ভ্যারিয়েন্ট পাবেন ১২ হাজার ৪৯৯ টাকা। বাংলাদেশের বাজারে যদিও আসে,আমাদের ধারনা একটি ভ্যারিয়েন্ট আসবে। আজকের আর্টিকেলে Tecno Pova 2 ফোনটির স্পেসিফিকেশন ও ভালোমন্দ সবদিক জেনে নিন।

Tecno Pova 2 Price Good and Bad Side
Tecno Pova 2 Price Good and Bad Side

Tecno Pova 2 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ সুপার ফাস্ট সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ ৬.৯৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে থাকবে।
★ ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে ৬০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা।
★ ৭০০০ এমএইচ ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।
★ প্রসেসর হিসেবে মিডিয়াটেক জি৮৫ প্রসেসর।
★ Tecno Pova 2 ফোনের পেছনের ডিজাইনিং নতুনত্ব এনেছে।

Tecno Pova 2 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ যদিও অফিশিয়ালি আসেনি,তবে ভারতের রুটিতে বাংলাদেশে যে দামে আসবে ধারনা করা হচ্ছে,সেই অনুযায়ী দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত। প্রাইমারী ক্যামেরা ৪৮ ব্যাতিত পেছনের বাকী তিনটাই তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হয়না।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।
★ Tecno Pova 2 ফোনটিতে কোন ডেডিকেটেড স্পিকার নেই। ফলে উপরের অংশে কথা শোনার জন্য স্পিকারই গান শোনার স্পিকার হিসেবে ব্যাবহৃত হবে।
★ বিশাল ব্যাটারির সাথে,মাত্র ১৮ ওয়াটের চার্জার! ফলে চার্জিং টাইম অনেক বেশি লাগবে।

Tecno Pova 2 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা বড় সাইজের ডিসপ্লে ফোন পছন্দ করেন, তাদের জন্য Tecno Pova 2 ফোনটি সেরা চয়েজ হতে পারে। এছাড়া যারা দিনের বেশিরভাগ সময় ইউটিউবে সময় কাটান, তাদের জন্য এই বড় ডিসপ্লের Tecno Pova 2 ফোনটি ভালো হতে পারে।

Tecno Pova 2 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যাদের ফোন পকেটে নিতে বাহিরে ঘুরতে হয়,পাবলিক বাসে চলাচল করতে হয়,তারা এই Tecno Pova 2 ফোনটি এড়িয়ে যেতে পারেন। কারন এই ফোনের বিশাল ডিসপ্লে আপনাকে ভোগান্তিতে ফেলতে পারে। এছাড়া ব্যাটারি সাত হাজার দিলেও, যে সাইজের ডিসপ্লে আছে, তাতে  সারে ছয় ইঞ্চি সাইজের ফোনে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি যেমন বেকাপ পায়,তেমনি বেকাপ পাবেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post