বেশ কয়েকদিন যাবৎ অনলাইন ইনকাম সাইট Startfair25 নিয়ে আমাদের কাছে কয়েকজন জানতে চেয়েছে। যেহেতু আমরা আগেও অনলাইন ইনকাম সাইট নিয়ে লিখালিখি করেছি। তারপর আমরা Startfair25 সম্পর্কে তথ্য জানার চেস্টা করি। স্টারফেয়ার২৫ সম্পর্কে যতটুকু জানতে পারি, এটা কিছুটা ই-কমার্স সাইট আবার কিছুটা এমএলএম বিজনেস সাইটের সমন্বয়ে গঠিত যৌথ সাইট। তাদের বিজনেস কন্সেপ্ট অনেকটা তিয়ানশির মতোই। তিয়ানশি যেভাবে এমএলএম নীতিতে চাইনিজ প্রোডাক্ট বিক্রি করে। Startfair25 সাইটের নীতি একই হলেও এখন ভিন্নভাবে চলছে।
![]() |
Startfair25 থেকে কি আসলেই আয় করা যায় |
Startfair25 সাইটে মেম্বার হওয়ার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন ফি বাবদ ২৫ টাকা দিতে হবে। যার রেফার নাম্বার ব্যাবহার করে রেজিস্ট্রেশন করবেন, তার সাথে যোগাযোগ করে বিকাশে ২৫ টাকা দিলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। তারপর আপনি আবার ৪জন ব্যাক্তিকে রেফার করুন। আপনি তাদেরকে জয়েন করানো বাবদ রেফার বোনাস পাবেন। সেই চারজন যখন প্রত্যেকে ৪জন করে জয়েন করাবে, তখন হবে ১৬ জন। আপনি যে ১৬জন থেকেও বোনাস পাবেন। এইভাবে পিরামিডের মতো আপনার এমএলএম ইনকাম চলতে থাকবে।
তবে Startfair25 সাইটে ঢুকলে দেখা যায় ভিন্ন চিত্র। তাদের সাইটে অনলাইন প্রোডাক্ট দেখা যায়। যারা তিয়ানশি সম্পর্কে জানেন তারা Startfair25 সাইটের বিজনেস পলিসি বুঝতে পারবেন।
এখন আপনার প্রশ্ন হতে পারে, Startfair25 থেকে কি আসলেই আয় করা যায়?
হ্যাঁ, যেকোন এমএলএম সাইট যখন প্রথম প্রথম আসে। তখন আয় করা যায়। তবে এই আয় কতদিন পর্যন্ত সীমাবদ্ধ থাকে সেটার গ্যারান্টি কেউ দিতে পারবেনা। ডেসটিনি যখন এসেছিল,তখন এই ডেসটিনি দিয়ে অনেকেই লাখপতি হয়েছে। কারন প্রথম যারা আয় করেছিল, তারা ঠিকই আয় করেছিল। এইসব কাজে প্রথম দিকে যারা জয়েন করে,তারা ঠিকই আয় করে। তবে সেই টাকা হজম করতে পারেনা। এই আয় হালাল হয়না। আপনার রেফারে কেউ জয়েন করলো, সে যদি প্রতারিত হয়,টাকা ফেরত না পায়,তখন আপনার সেই ব্যাক্তির নিকট দায়ী থাকলেন। কারন আপনিতো আপনার স্বার্থের জন্য রেফার করেছে,রেফার বোনাস ও পেয়েছেন। আপনার রেফারে জয়েনকৃত ব্যাক্তিরা প্রতারিত হয়েছে শুনেও আপনি চুপ। তখন আপনি কোম্পানির দোষ দিচ্ছেন। এই কাজের লাইন কোম্পানি তাদেরলে দেখায়নি, আপনিই তাদের দেখিয়েছেন,যারা জয়েন করে প্রতারণার স্বীকার হলো।
তিয়ানশি যখন এসেছিল,তখন ঠিকই তিয়ানশি থেকে অনেকে অনেক টাকা আয় করেছে। এখনকার মানুষ জ্ঞানে বুদ্ধিতে অনেক উন্নত। তাই এখনকার মানুষকে আগের মতো মগজধোলাই দিয়ে জয়েন করানো সম্ভব হয়না। এখনকার যুগের মানুষ অনুমোদনহীন টুথপেস্ট ছয়শত টাকা দিয়ে কিনতে নারাজ। কারন এখনকার মানুষ অনেক স্বাস্থ্য সচেতন। মানুষকে বোকা বানিয়ে পন্য বিক্রি করা এখন অনেক কস্টসাধ্য। আর যারা বলে বাংলাদেশ সরকারের অনুমোদিত, আসলে অনুমোদনের কাগজপত্র দেখাতে বললে তারা এডিট করা কিছু কাগজপত্র দেখিয়ে দিবে। আমাদের বাংলাদেশে এমএলএম বিজনেসের অনুমোদন নেই।
তারা যেটা করে নির্দিষ্ট নাম দিয়ে প্রথমে অনলাইন বিজনেস করার জন্য কোন ট্রেড লাইসেন্স নেয়। সেটাকেই তারা সরকারী অনুমোদিত বলে দাবী করে। তাই যেই কাজে টাকা দিয়ে জয়েন করতে হয় বা টাকা দিয়ে পন্য কিনে জয়েন দিতে হয়, এইধনের কাজ থেকে নিজেকে বিরত রাখুন। হোক সেটা তিয়ানশি,হোক সেটা ডেসটিনি, হোকনা সেটা Startfair25 এর মতো সাইট।
এইসব সাইট প্রথম কয়েকদিন টাকা দেয়,তারপর নির্দিষ্ট সময় পরে টাকা দেয়া বন্ধ করে দেয়। আপনার আমার মতো মানুষের টাকাই তারা মানুষকে দেয়। আপনি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলেন,তখন আপনার টাকায়,যার অধীনে রেজিস্ট্রেশন করলেন তাকে দিলো। এইভাবে দিতে দিতে একটা সময় যখন অনেক লোক জয়েন হয়, সময় সুযোগ বুঝে সাইট উধাও অথবা টাকা দেয়া বন্ধ। বাংলাদেশে এমন অনেক সাইট আছে। সুতরাং এইধরনের সাইটে কাজ করবেন নাকি করবেন না, সিদ্ধান্ত আপনার! এখানে আমাদের কোন মন্তব্য নেই। কারন ভবিষ্যৎ অনিশ্চিত। Startfair25 সাইটে ভবিষ্যৎ কি হবে সেটা আমরা জানিনা। তবে এমনি টাকা দিয়ে আসছিল, এই টাইপের কিছু সাইট সম্পর্কে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। সেই পূর্ব অভিজ্ঞতাই শেয়ার করলাম।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।