src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Samsung Galaxy Fold3 5G Specification

Samsung Galaxy Fold3 5G Specification

স্যামসাং বাজারে আনতে যাচ্ছে Samsung Galaxy Fold3 ফোন। বাজারে আসার আগেই এই ফোনের কিছু স্পেসিফিকেশন আমাদের নজরে এসেছে। যারা Samsung Galaxy Fold3 ফোনটি কিনবেন ভাবছেন, তারা স্পেসিফিকেশন জেনে নিতে পারেন।

Samsung Galaxy Fold3 5G Specification
Samsung Galaxy Fold3 5G Specification

Samsung Galaxy Fold3 স্পেসিফিকেশনঃ

★ ৭.৬ ইঞ্চির এমোলেড ডিসপ্লে।
★ ৬.২ ইঞ্চির কাভার ডিসপ্লে।
★ ৮০% পর্যন্ত চিকন। ২৭১ গ্রাম ওজন।
★ ডিসপ্লেতে ১২০ হার্যের রিফ্রেশরেট সুবিধে পাবেন।
★ প্রসেসর হিসেবে কোয়ালকম স্নাপড্রাগন ৮৮৮ প্রসেসর পাবেন।
★ এলপি ডিডিআর ফাইভ র‍্যাম পাবেন।
★ ১২/২৫৬ ও ১২/৫১২ র‍্যাম রম ভ্যারিয়েন্টে পাবেন।
★ পেছনের ক্যামেরা ১২+১২+১২ মেগাপিক্সেল। সামনে ১০ মেগাপিক্সেল কাভার ক্যামেরা, ৪ মেগাপিক্সেল প্যানেলের নিচের ক্যামেরা।
★ সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
★ স্টোরিও স্পিকার ও এনএফসি সিক্সের সাপোর্ট থাকবে।
★ পাওয়ার হিসেবে ৪৪০০ এমএইচ ব্যাটারি ও ২৫ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে।
★ এস প্যানের সাপোর্ট পাবেন ও টাইপ সি পোর্ট থাকবে।
★ ১০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাবেন। তবে বক্সে কোনপ্রকার চার্জার এডাপ্টার থাকবেনা।
★ এলুমিনিয়ামের ফ্রেম থাকবে।
★ গোরিলা গ্লাস ভিকটাসের সাপোর্ট থাকবে।

আন্তজার্তিক বাজারে এই Samsung Galaxy Fold3 ফোনের দাম ধরা হচ্ছে ১৮০০ ডলার। এই বাজেটে ভেতরের ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আরো বাড়ানো যেতো। দেশের বাজারে অফিশিয়ালি আসলে কেমন হবে, সেটি সময়ই বলে দিবে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post