src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> রিয়েলমির জনপ্রিয় কিছু ফোনের দাম

রিয়েলমির জনপ্রিয় কিছু ফোনের দাম

রিয়েলমি বাংলাদেশে ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে এক নাম্বার সেলিং স্মার্টফোন ব্রান্ড হয়েছে। বাংলাদেশের বাজারে শাওমিকে টেক্কা দেয়ার জন্য রিয়েলমির তুলনা হয়না। কম বাজেটে বেশি স্পেসিফিকেশন দেয়ার জন্য রিয়েলমি সেরা। কিভাবে সারে তেরো হাজার টাকার বাজেট ফোনে কোয়ালকম স্নাপড্রাগনের প্রসেসর দিয়ে অফিশিয়ালি বাংলাদেশের বাজারে ফোন লাঞ্চ করা যায়, সেটা রিয়েলমি দেখিয়ে দিয়ছে। রিয়েলমি কম দামে ভালো স্পেসিফিকেশন দেয়ার পরেই, অন্য ব্রান্ডগুলো নড়েচড়ে বসে। তারাও তখন কমদামে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি ফোন লাঞ্চ করতে শুরু করে।

রিয়েলমির জনপ্রিয় কিছু ফোনের দাম
রিয়েলমির জনপ্রিয় কিছু ফোনের দাম

বাংলাদেশের বাজারে রিয়েলমির কিছু অফিশিয়াল ফোনের দাম নিচে দেয়া হলো।

Realme 8Pro Price 27,990 (8/128)
Realme 8 Price  22,990 (8/128)
Realme 8 5G Price 19,990 (8/128)

Realme C25s Price 14,490 (4/64)
Realme C25 Price 13,990 (4/64)
Realme C21 Price 10,490 (3/32)
Realme C21A Price 8,990(2/32)

বাজেট অনুযায়ী বিভিন্ন রেঞ্জের এই ফোনগুলো বাংলাদেশের প্রতিটি রিয়েলমি আউটলেটে আপনি পাবেন। 

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post