src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Poco M3pro 5G Good and Bad Side||পকো এমথ্রি প্রো ৫জি ভালোমন্দ দিক

Poco M3pro 5G Good and Bad Side||পকো এমথ্রি প্রো ৫জি ভালোমন্দ দিক

Poco M3pro 5G ভারতের বাজারে এসেছে। খুব শীঘ্রই আমাদের বাংলাদেশের বাজারে চলে আসবে। বাজারে আসার আগেই ফোনের স্পেসিফিকেশন আমাদের নজরে চলে এসেছে। দাম নিয়েও অনেকটা ধারনা পেয়েছি। ভারতের বাজারে Poco M3pro 5G ফোনের সাথে তুলনা করলে আমাদের বাংলাদেশের অফিশিয়াল Poco M3pro 5G দাম হতে পারে ২৩হাজার ৯৯৯ টাকা। আজকের আর্টিকেলে Poco M3pro 5G ফোনের ভালোমন্দ সবদিক বিবেচনায় রিভিউ দেয়া হলো।

Poco M3pro 5G
Poco M3pro 5G

Poco M3pro 5G ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ এই বাজেট ফাইভজি ফোন।
★ প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডায়মনসিটি ৭০০ প্রসেসর।
★ সুপার ফাস্ট সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ এই ফোনে এনএফসি সুবিধা থাকবে বলা হচ্ছে। এটা নিশ্চিত নই।
★ স্পেসিফিকেশন ও সাইজ অনুসারে ওজনে অনেক কম।
★ পাঞ্চ হোল ক্যামেরা থাকবে।
★ পকোর এই ফোনে ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা দেয়া হচ্ছে।
★ ডুয়েল ফাইভজি সাপোর্টেড সিস্টেম থাকবে।
★ গোরিলা গ্লাস থ্রি'র সাপোর্ট পাবেন।

Poco M3pro 5G ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন অনুযায়ী দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু ও যেহেতু ফাইভজি দিচ্ছে, সেই হিসেবে ঠিক আছে।
★ Poco M3pro 5G ফোনে ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ Poco M3 তে ৬০০০ এমএইচ ব্যাটারি দেয়া হয়েছিল,সেক্ষেত্রে এখানেও ৫০০০ না দিলেও পারতো।

Poco M3pro 5G ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ফাইভজি ফোন কিনবেন ভাবছেন,তারা Poco M3pro 5G ফোনটি কিনে নিতে পারেন। ভালো স্পেসিফিকেশনে ফোনটি খারাপ হবেনা।

Poco M3pro 5G ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যাদের এই মূহুর্তে ফাইভজি ফোন প্রয়োজন নেই। যারা মোবাইল ইন্টারনেট ব্যাবহার করেন না। যাদের বাসায় ওয়াইফাই লাইন ব্যাবহার করেন। কারন ফোনটিতে ফাইভজি দেয়ার কারনে দাম কিছুটা বেশি রেখে,স্পেসিফিকেশন কিছুটা বাদ দেয়া হয়েছে। তাই একান্তই ফাইভজি প্রয়োজন না হলে,না কেনাই ভালো।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post