বাজারে এসেছে ওয়ানপ্লাসে Oneplus N100 স্মার্টফোন। ওয়ানপ্লাস সাধারনত গ্লাগশিপ গ্রেডের স্মার্টফোন লাঞ্চ করে থাকে। সেক্ষেত্রে মাত্র ১৫হাজার টাকা বাজেটে Oneplus N100 ফোনটি আপনার জন্য কেমন হতে পারে, এই নিয়েই আমাদের আজকের আর্টিকেল। আজকের আর্টিকেলে Oneplus N100 ফোনের ভালোমন্দ উভয়দিক নিয়ে আলোচনা করা হবে।
![]() |
Oneplus N100 Good and Bad Side |
Oneplus N100 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনের পেছনে সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ সাইজ মাত্র ৬.৫২ ইঞ্চি। যা এইযুগের স্মার্টফোনে পার্ফেক্ট। ওজনে অনেক কম।
★ এই বাজেটে ওয়ানপ্লাস দিচ্ছে পাঞ্চ হোল ক্যামেরা সেটাপ।
★ মিড বাজেটের Oneplus N100 ফোনটিতে পাচ্ছেন ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা।
Oneplus N100 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। স্নাপড্রাগনের মধ্যে আরেকটু আপগ্রেড প্রসেসর দিলেও হতো।
Oneplus N100 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ওয়ানপ্লাস ব্রান্ডের ভক্ত,তারা এই ফোনটি কিনতে পারেন। মিড বাজেট হিসেবে ফোনটি যে স্পেসিফিকেশন দিচ্ছে, সেটা নিয়ে বলার মতো তেমন কিছু থাকেনা।
Oneplus N100 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা হ্যাভি গেমার আছেন, গেইমস খেলার জন্য Oneplus N100 ফোন কিনবেন ভাবছেন তারা এড়িয়ে যেতে পারেন। এছাড়া যারা অফিশিয়াল ফোন কিনতে যাচ্ছেন,তারা এড়িয়ে যেতে পারেন। কারন ওয়ানপ্লাসের এই ফোনটি অফিশিয়াল পাবেন না।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।