src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোন পকেটে রাখলে গরম হওয়ার সমাধান

ফোন পকেটে রাখলে গরম হওয়ার সমাধান

অনেকেই অভিযোগ করে,মোবাইল ফোন পকেটে রাখলে সেটি গরম হয়ে যায়। প্রকৃতপক্ষে যারা এই অভিযোগ করে,বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, তারা যখন ফোনটি পকেটে রাখে, তখন ফোনের ডিসস্লের লাইট জ্বলে থাকে। ফোন পকেটে নিয়ে হাটার সময়, সেটি প্যান্টের কাপড়ের মাধ্যমে পায়ের চামড়ায় সংস্পর্শে এসে ডিসপ্লের আলো জ্বলে উঠে। যেহেতু ডিসপ্লের আলো জ্বলে সেহেতু পকেটে রাখলে ফোন গরম হওয়াটাই স্বাভাবিক।

ফোন পকেটে রাখলে গরম হওয়ার সমাধান
ফোন পকেটে রাখলে গরম হওয়ার সমাধান

এছাড়া অনেকের ক্ষেত্রে যেটা হয়, প্যান্টের কাপড় যদি ভারী জিন্সের হয় এবং আপনি হাটতে হাটতে যে এলাকায় চলে গেলেন, সেখানে মোবাইল নেটওয়ার্ক সিগনালিং দূর্বল। তখন ফোনের নেটওয়ার্ক উঠানামা করার কারনে ফোন গরম হতে পারে।

আবার কারো কারো শরীরের তাপমাত্রা এমনিতেই গরম থাকে। ফলে প্যান্টের পকেটে অতিরিক্ত তাপমাত্রার কারনে ফোন গরম হয়। তাই প্যান্টের পকেটে ফোন রাখলে ফোন গরম হলে তেমন চিন্তার কোন কারন নেই। অনেকের দেখবেন বালিশের নিচে ফোন রাখলে ফোন গরম হয়ে উঠে। এটার কারন,বালিশের নিচে ফোন রাখলে ফোনের নেটওয়ার্ক সিগনালিং সমস্যা দেখা দেয়। তখন এমনিতেই ফোন গরম হয়।

এছাড়া অনেকে ফোনে সমসময় ইন্টারনেট ডাটা চালু রাখে। ডাটা চালু রেখেই সারাক্ষন মোবাইল পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। তাদের ক্ষেত্রে ফোন পকেটে থাকা অবস্থায় অতিরিক্ত গরম হওয়াটা অস্বাভাবিক নয়।

এবার আসি, ফোন পকেটে নিয়ে ঘুরলে যাদের মোবাইল নিয়মিত হিটিং ইসুৎ হয়,তাদের করনীয় হলো ফোন পকেটে নেয়ার সময় ডিসপ্লে বাহিরের দিকে রাখবেন। পায়ের মাংশের দিকে রাখবেন না। এছাড়া আপনি যে মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যাবহার করেন, সেই অপারেটর যদি নেটওয়ার্ক সিগন্যাল দূর্বল থাকে,তাহলে ভিন্ন অপারেটরে চলে যেতে পারেন।

অনেকে আছে ফোনে মিউজিক বাজিয়ে, হ্যাডফোন কানে লাগিয়ে রাখে। এক্ষেত্রে ফোন গরম হওয়াটা অস্বাভাবিক নয়। তাই যথাসাধ্য চেস্টা করবেন, ফোন পকেটে থাকা অবস্থায় যাতে কোন ব্যাবহার না হয়।

তাছাড়া যারা ফোন কেনার পর ফোনের  অর্জিনিয়াল টিপিও কেস ফেলে দিয়ে নিন্মমানের রাবারের বেক কাভার ব্যাবহার করে। তাদের ক্ষেত্রে ফোন অতিরিক্ত হিটিং সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

এখন আপনি যদি উপরোক্ত বিষয়গুলো এড়িয়ে চলেন,তাহলে আপনি মোবাইল ফোনের হিটিং ইসুৎ ও ফোন পকেটে রাখলে অতিরিক্ত গরম হওয়ার যে সমস্যাটি হয়, সেটি থেকে মুক্তি পেতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post