src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোনের ব্যাটারির যত্ন যেভাবে নিবেন

ফোনের ব্যাটারির যত্ন যেভাবে নিবেন

নতুন মোবাইল ফোন কেনার পরে,আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সে সমস্যাটি প্রথমে দেখা দেয় সেটি হলো ব্যাটারি সমস্যা। মোবাইল কেনার এক থেকে দেড় বছর পর থেকেই ব্যাটারি দূর্বল হতে শুরু করে। ফোনের ব্যাটারি যখন দূর্বল হতে শুরু করে,তখন ব্যাটারি পরিবর্তন করা ছাড়া আর অন্য উপায় থাকে। আগেকার দিনে বেশিরভাগ ফোনে রিমুভেবল ব্যাটারি ছিল। এখনকার দিনে বেশিরভাগ ফোনেই নন রিমুভেবল ব্যাটারি থাকে। ফলে ব্যাটারি বদলাতে হলে আপনাকে কাস্টমার সার্ভিস সেন্টারেই যেতে হবে। এটা এক ভিন্ন ধরনের ঝামেলা। কারন বেশিরভাগ কাস্টমার সার্ভিস সেন্টারে শহর বা উপজেলা শহরে অবস্থিত। ফলে যারা গ্রামে থাকে তাদের জন্য কিছুটা ভোগান্তু হয়। যদিও এখনকার দিনে গ্রামে অনেক ভালো মোবাইল টেকনিশিয়ান আছে। যারা নন রিমুভেবল ব্যাটারি খুলে পরিবর্তন করে দিতে পারবে।

ফোনের ব্যাটারির যত্ন যেভাবে নিবেন
ফোনের ব্যাটারির যত্ন যেভাবে নিবেন

আপনার ফোনের ব্যাটারির যত্ন যেভাবে নিবেনঃ

★ মোবাইল ফোন ঘনঘন চার্জ দিবেন না। এখনকার দিনের প্রায় বেশিরভাগ ফোনের ব্যাটারি যে পরিমান সামর্থ্য, তাতে অনায়াসে দেড় থেকে দুদিন চলে যায়। যখনই চার্জ দিবেন,কমপক্ষে ৯০% এর উপরে চার্জ হলেই, চার্জ থেকে খুলবেন।

★ ফোনে চার্জ দেয়ার সময়, ইন্টারনেট ডাটা কানেকশন বা ওয়াইফাই ডাটা কানেকশন বন্ধ রেখে চার্জ দিবেন। সম্ভব যদি হয়, ফোনটি এয়ারপ্লেন মোডে রেখে চার্জ দিতে পারেন।

★ মোবাইলের চার্জের পার্সেন্টেজ কখনোই ৩৫% বা তার নিচে নামতে দিবেন না। মোবাইলে চার্জের পার্সেন্টেজ ৩৫% এর নিচে নামলে সেটা ব্যাটারির জন্য ক্ষতির কারন হতে পারে।

★ মোবাইলে গেমিং করার ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর। ধরুন, আপনার ফোনের ব্যাটারি সাধারন ব্যাবহারে দুই বছর টেকার কথা ছিল। আপনি যদি মাঝেমধ্যে টুকটাক গেমিং করেন,সেক্ষেত্রে এক বছর পর থেকেই ফোনের ব্যাটারি দূর্বল হতে শুরু করবে।

★ কখনোই আপনার ফোনকে অতিরিক্ত গরম হতে দিবেন না। মোবাইল অতিরিক্ত গরম হওয়া ব্যাটারির জন্য মারাত্বক ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে।

★ মোবাইল রাতে বেলা বালিশের নিচে রেখে ঘুমাবেন না। কারন, এতেকরে ফোনের নেটওয়ার্ক সিগন্যালে সমস্যা হয়। যারফলে আপনার ফোনটির ব্যাটারি ক্ষয় বাড়িয়ে দেয়।

★ আগেরকার সময় মানুষ চার্জে লাগিয়ে কথা বলতো। যদিও এখন ব্যাটারির ক্যাপাসিটি বাড়ানোর কারনে চার্জে লাগিয়ে কথা বলার পরিমান কমিয়ে ফেলেছে অনেকে। তবুও চার্জে লাগিয়ে ইন্টারনেট ব্রাউজিং করা বা কথা বলা থেকে বিরত থাকবেন।

★ সম্ভব হলে প্রতি মাসে একদিন রাতে মোবাইল ফোন বন্ধ রাখবেন। তাতেকরে ফোনের ব্যাটারি বিশ্রাম পাবে। ব্যাটারির বিশ্রাম মানে,আপনার ফোনটির ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post