src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Mi 11lite 4G vs Mi 11lite 5G Different||শাওমি ১১লাইট ৪জি ও ৫জি পার্থক্য

Mi 11lite 4G vs Mi 11lite 5G Different||শাওমি ১১লাইট ৪জি ও ৫জি পার্থক্য

শাওমি Mi 11lite 4G ও Mi 11lite 5G দুটি ভ্যারিয়েন্টে স্মার্টফোন বাজারে এনেছে। তবে আমাদের বাংলাদেশের বাজারে Mi 11lite 4G ভ্যারিয়েন্ট এনেছে। ফাইভজি যেহেতু আমাদের দেশে এখনো আসেনি, সেহেতু Mi 11lite ফাইভজি আমাদের বাংলাদেশে অফিশিয়ালি আনেনি শাওমি। আজকের আর্টিকেলে Mi 11lite 4G ও Mi 11lite 5G ফোনের মধ্যে স্পেসিফিকেশনে যে পার্থক্য রয়েছে,সেটাই আলোচনা করার চেস্টা করবো।

শাওমি ১১লাইট ৪জি ও ৫জি পার্থক্য
Mi 11lite 4G vs Mi 11lite 5G Different

Mi 11lite 4G ও  Mi 11lite 5G স্পেসিফিকেশন পার্থক্যঃ
★ দুটো ভ্যারিয়েন্টেউ ডিসপ্লে ৬.৫৫ ইঞ্চি, সাথে ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা পাবেন।
★ দুটো ভ্যারিয়েন্টেই ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে পাবেন।
★ দুটোই ৮/১২৮ ভ্যারিয়েন্টে পাবেন। Mi 11lite 4G তে ৬/১২৮ ভ্যারিয়েন্টেও একটি আছে।
★ Mi 11lite 4G তে ক্যামেরা সেটাপ ৬৪+৮+৫ ও সামনে সেলফি ১৬ কিন্তু Mi 11lite ফাইভজিতে পার্থক্য শুধু এখানে সেলফি ২০ মেগাপিক্সেল। বাকী সব একই।
★ দুটোতেই ৪২৫০ এমএইচ ব্যাটারির সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।
★ Mi 11lite 4G ফোনের প্রসেসর কোয়ালকম স্নাপড্রাগন ৭৩২ জি। অন্যদিকে Mi 11lite 5G ফোনের প্রসেসর কোয়ালকম স্নাপড্রাগন ৭৮০ জি।
★ ফোনের প্রোটেকশন হিসেবে Mi 11lite 5G ফোনের উভয়পাশে গোরিলা গ্লাস সিক্সের প্রোটেকশন থাকবে। Mi 11lite ফোরজিতে উভয়পাশে কর্নিং গোরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন থাকবে।

এছাড়া দুটো ফোনই ওজনে অনেক কম ও চিকন। শাওমি 11lite ফোনটি এককথায় বাজারের সেরা ফোন বলা যায়।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post