src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Mi 11Ultra লাখ টাকার ফোন রিভিউ

Mi 11Ultra লাখ টাকার ফোন রিভিউ

বাজারে এসেছে শাওমির লাখ টাকার ফোন Mi 11Ultra স্মার্টফোন। বাজারে এই ফোনটি অফিশিয়ালি এক লক্ষ বিশ হাজার টাকা। আন অফিশিয়ালি কিনতে চাইলে আরো দশ হাজার টাকা কমে কিনতে পারবেন। Mi 11Ultra ফোনে এমন কি আছে যে, ফোনটির দাম লাখ টাকা? এটাই আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয়।

Mi 11Ultra price
Mi 11Ultra লাখ টাকার ফোন রিভিউ

Mi 11Ultra ফোনের মূল আকর্ষণীয় দিকঃ

★ শাওমি Mi 11Ultra ফোনটির পেছনে ক্যামেরার সাথে থাকছে সেকেন্ডারি ডিসপ্লে। যার সাহায্যে আপনি ফোন রিসিভ করা থেকে শুরু করে,ম্যাসেজ পড়া, মিউজিক চেঞ্জ করা, ছবি তুলে ছবি দেখতে পারবেন। সেকেন্ডারি ডিসপ্লে Mi 11Ultra ফোনকে অন্য ফোন থেকে আলাদা করে দেয়।

★ ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৮ ইঞ্চির বিশাল ওলেড ডিসপ্লে। যেখানে ১২০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা পাবেন।

★ Mi 11Ultra ফোনের প্রান প্রসেসর হিসেবে থাকছে,স্নাপড্রাগন ৮৮৮ প্রসেসর। যার পারফরপমেন্স এককথায় দূর্দান্ত।

★ ফোনের পেছনে প্রাইমারী ক্যামেরা হিসেবে ৫০+৪৮+৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে ২০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

★ Mi 11Ultra ফোনের প্রাইমারি ক্যামেরা দিয়ে ১২০ এক্স জুম করতে পারবেন। ছবি এককথায় দূর্দান্ত। লাখ টাকার ফোন বলে কথা!

★ ব্যাটারি হিসেবে ৫০০০ এমএইচ ব্যাটারি ও চার্জিং সাপোর্ট হিসেবে ৬৭ ওয়াটের চার্জা থাকছে।

★ Mi 11Ultra  ফোনটিতে স্টোরিও স্পিকার থাকছে। ফলে সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনপ্রকার অভিযোগের সুযোগ নেই।

★ আইপি ৬৮ রেটিং থাকছে। যার কারনে Mi 11Ultra ফোনটি ধূলোবালি থেকে অনেকটা রক্ষা করবে।

★ ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে গোরিলা গ্লাস ভিকটাসের সাপোর্ট পাবেন।

★ Mi 11Ultra ফোনটির সকল ক্যামেরাই ৮কে রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। লাখ টাকার শাওমি বলে কথা!

★ ক্যামেরার ক্ষেত্রে আলট্রাওয়াইড, টেলিফটো জুম লেন্স, সবকিছুই থাকছে শাওমি Mi 11Ultra ফোনে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post