শাওমি বাজারে এনেছে Mi 11 Lite ফোন। Mi 11 Lite ফোনের ফোরজি ভ্যারিয়েন্ট আমাদের বাংলাদেশে অফিশিয়ালি এসেছে,এটির আরেকটি ভ্যারিয়েন্ট আছে ফাইভজি। ফাইভজি বাংলাদেশে অফিশিয়ালি আনেনি শাওমি। Mi 11 Lite ৬/১২৮ ভ্যারিয়েন্টের দাম ২৯হাজার ৯৯৯ টাকা। ৮/১২৮ ভ্যারিয়েন্টের দাম ৩১ হাজার ৯৯৯ টাকা। আপনি যদি Mi 11 Lite কিনবেন ভেবে থাকেজ, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই লিখা হয়েছে। Mi 11 Lite ফোনের মূল আকর্ষণীয় দিক কি কি, ফোনটি কাদের কেনা উচিৎ আর কারা এড়িয়ে যাবেন, সবই জানতে পারবেন আজকের আর্টিকেলে।
![]() |
Mi 11 Lite ফোনটি যারা কিনবেন |
Mi 11 Lite ফোনের আকর্ষণীয় দিকগুলোঃ
★ সাইজ অনুপাতে ফোনটি খুবই পাতলা। মাত্র ১৫৭ গ্রাম ওজন।
★ সাইজে অনেক চিকন ফোন। যা দেখতে প্রিমিয়াম ফিল দিবে।
★ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
★ প্রসেসর হিসেবে থাকবে স্নাপড্রাগন ৭৩২জি প্রসেসর।
★ ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, যা ৯০ হার্যের রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
★ Mi 11 Lite ফোনটিতে উভয়পাশে কর্নিং গোরিলাগ্লাস ফাইভের প্রোটেকশন পাবেন।
Mi 11 Lite কারা কিনবেনঃ যারা মিড লেভেল গেমার আছেন, তাদের জন্য Mi 11 Lite ফোনটি যথেষ্ট ভালো ফোন হতে পারে। এছাড়া ক্যামেরা বিবেচনা করলেও ফোনটিকে পেছনে রাখা যায়না। শাওমির ৬৪ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা যথেষ্ট ভালো ছবি দিবে। এছাড়া যে প্রসেসর দেয়া হয়েছে সেটা নিয়েও অভিযোগ করা মানায়না।
Mi 11 Lite ফাইভজি ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু তথ্য দিই। Mi 11 Lite ফাইভজি ভ্যারিয়েন্ট আমাদের দেশে অফিশিয়ালি আসেনি। এখনকার পরিস্থিতি বিবেচনায় আন অফিশিয়াল ফোন না কেনায়াই ভালো। তবুও কিছু স্পেসিফিকেশন বলে দিচ্ছি। Mi 11 Lite ৫জি ভ্যারিয়েন্টের ডিসপ্লে সাইজ ৬.৫৫ ইঞ্চি। সেখানেও ৯০ হার্যের রিফ্রেশ রেট সাপোর্ট সিস্টেমে থাকবে। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্নাপড্রাগন ৭৮০জি। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। এখানে উভয়পাশে কর্নিং গোরিলা গ্লাস সিক্সের প্রোটেকশন থাকবে। যেখানে ফোরজি ভ্যারিয়েন্টে কোর্নিং ফাইভের প্রোটেকশন ছিল।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।