src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Mi 10T and Mi 10T Pro Specification

Mi 10T and Mi 10T Pro Specification

বাজারে আসতে যাচ্ছে শাওমির Mi 10T এবং Mi 10T Pro স্মার্টফোন। বাজারে আসার পূর্বেই ফোনটির কিছু স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। আজকের আর্টিকেলে Mi 10T ও Mi 10T Pro ফোনের কিছু আগাম স্পেসিফিকেশন নিয়েই আমাদের আর্টিকেল।

Mi 10T and Mi 10T Pro
Mi 10T and Mi 10T Pro

Mi 10T ও Mi 10T Pro ফোনে যে যে স্পেসিফিকেশন থাকতে পারেঃ

★ এন্ড্রয়েট ভার্সন ১১ এবং এম আইইউআই ১২ থাকবে।
★ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। ১৪৪ হার্যের রিফ্রেশ রেট সাপোর্টেড হতে পারে।
★ পাঞ্চ হোল কাট আউটে এইচডিআর ১০ সাপোর্ট করবে।
★ ৫০০ নিটস প্যাক ব্রাইটনেস,গোরিলা গ্লাস ফাইভের সাপোর্ট থাকবে।
★ কোয়ালকম স্নাপড্রাগন ৮৬৫ প্রসেসর থাকতে পারে। যা ফাইভজি প্রসেসর।
★ ত্রিপল ক্যামেরা সেটাপে থাকবে ৬৪+১৩+৮ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে সেলফি হিসেবে ২০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
★ সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ পাওয়ার হিসেবে থাকছে ৫হাজার এমএইচের ব্যাটারি। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড।

এছাড়া আর তেমন কোন স্পেসিফিকেশন জানা সম্ভব হয়নি।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post