src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> MBps Mbps এর মধ্যে পার্থক্য কি?

MBps Mbps এর মধ্যে পার্থক্য কি?

আমরা যারা মোবাইল বা ওয়াইফাই ইন্টারনেট ব্যাবহার করি,তারা অনেকেই MBps আর Mbps এর মধ্যে পার্থক্য জানিনা। ফলে ইন্টারনেট প্রোভাইডর কোম্পানিগুলো কিছুকিছু ক্ষেত্রে আমাদেরকে বোকা বানায়। আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে, আপনি কত এম্বিপিএস লাইন ব্যাবহার করেন, তখন আপনি বলেন ১০ এম্বিপিএস বা ১৫ বা ২০ এম্বিপিএস। এখানে এম্পিপিএস শব্দের বি স্মল লেটারে নাকি ক্যাপিটাল লেটারে,সেটি তো অনেকেই জানতে চাইনা। যারা MBps আর Mbps এর মধ্যে পার্থক্য বুঝেন না,তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেল।

MBps Mbps এর মধ্যে পার্থক্য
MBps Mbps এর মধ্যে পার্থক্য

MBps শব্দটি হলো ম্যাগা বিট পার সেকেন্ড। আর Mbps হলো ম্যাগা বাইট পার সেকেন্ড। এখানে এক MBps= আট Mbps সমান।

আপনি দশ Mbps লাইন ব্যাবহার করছেন মানে দাড়ায় আপনার লাইনের ডাউনলোড স্পিড হবে ১.২৫ এম্বিপিএস। আশাকরি অনেকটাই বুঝতে পেরেছেন।

আর আপনি যদি দশ MBps লাইন ব্যাবহার করতেন, তখন আপনার ডাউনলোড স্পিড কানেকশন লস সবকিছু কেটেকুটে নূন্যতম ৮এম্বিপিএস হতো।

আশাকরি এবার আপনি ভালোভাবে MBps আর Mbps এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন।

আমরা যখন মোবাইল ইন্টারনেট ব্যাবহার করি,তখন সেখানে আবার MBps হিসেবে ইন্টারনেট স্পিড দেয়া হয়ে থাকে। যেহেতু একই নেটওয়ার্ক আওতাভুক্ত অনেক ব্যাবহারকারী থাকে সেহেতু স্পিড কম পাওয়া যায়। গভীর রাতে মোবাইল ইন্টারনেট ব্যাবহার করে কোনকিছু ডাউনলোড দিলে তখন কাছাকাছি স্পিড পাওয়া যায়। অনেকে আছে ফোরজি নেটওয়ার্ক ব্যাবহার করে থ্রিজি ইন্টারনেট প্যাকেজ কিনে ব্যাবহার করে। তাদের ক্ষেত্রে ফোরজির প্রকৃত স্পিড পাবেন না। থ্রিজি ইন্টারনেটে গভীর রাতে ডাউনলোড দিলে স্পিড ৩-৫ এম্বিপিএস পাওয়া যায়। ফোরজিতে ডাউনলোড দিলে ১২-১৫ পাওয়া যায়। এই ইন্টারনেট স্পিড নির্ভর করে আপনার এলাকার নেটওয়ার্ক কেমন শক্তিশালী সেটার উপর।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post