Huawei P50 Pro ফোনটি সাম্প্রতি সেরা ক্যামেরা ফোন হিসেবে স্বীকৃতি পেয়েছে। হুয়াওয়ে ব্রান্ড আমাদের দেশে শাওমি আসার আগের সময়টায় স্মার্টফোনের বাজারে রাজত্ব করতো। তখন শাওমি,রেডমি,রিয়েলমির জনপ্রিয়তা ততটা ছিলনা। হুয়াওয়ে ব্রান্ডের স্মার্টফোন এমনিতেও ভালো স্পেসিফিকেশনে দূর্দান্ত কোয়ালিটি নিশ্চিত করে থাকে।
![]() |
Huawei P50 Pro দেশের সেরা ক্যামেরা ফোন |
Huawei P50 Pro ফোনটি ডিএক্সোমার্কে ১৪৯ স্কোর অর্জন করতে সক্ষম হয়। যাতে হুয়াওয়ে পি৫০ প্রো ফোনের ক্যামেরাকে সেরা ক্যামেরা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। Huawei P50 Pro ফোনের ক্যামেরা সেটাপে আছে ৫০+১৩+৪০+৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে সেলফি হিসেবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সামনেপিছনে ক্যামেরার মেগাপিক্সেল দেখেই এতক্ষনে বুঝতে পেরেছেন, কেন Huawei P50 Pro সেরা ক্যামেরা ফোন স্বীকৃতি পেয়েছে।
একটা ফোনের ক্যামেরা মেগাপিক্সেল বেশি থাকা মানেই সবকিছু নয়। ক্যামেরার মেগাপিক্সেল আর বেশিবেশি ক্যামেরা দিলেই যে ভালো ছবি উঠবে তাও নয়। ক্যামেরায় দূর্দান্ত ছবি তোলার জন্য চাই ভালো প্রসেসর। Huawei P50 Pro ফোনে প্রসেসর হিসেবে ব্যাবহার করা হয়েছে কোয়ালকম স্নাপড্রাগন ৮৮৮ প্রসেসর। যার পারফরমেন্স এককথায় অসাধারন। ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে 200x পর্যন্ত জুম করে ছবি তোলা যায়। এছাড়া ফোনটির র্যাম রম ৮/১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাবেন।
সুতরাং সেরা ক্যামেরা ফোনে যে বৈশিষ্ট্য থাকা উচিৎ বলে আমরা মনে করি, সেই সবগুলো বৈশিষ্ট্য Huawei P50 Pro ফোনে রয়েছে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।