src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ক্যামেরার জন্য সেরা ফোন হুয়াওয়ে

ক্যামেরার জন্য সেরা ফোন হুয়াওয়ে

Huawei Mobile ব্রান্ড একটাসময় বাজারে একচোটিয়া ব্যাবসা করতো। চীনের সাথে ঝামেলা হওয়ার পরে,যখন হুয়াওয়ের ফোনে গুগলের সার্ভিস বন্ধ করে দেয়,তখন তাদের পতন শুরু হয়। নতুবা ক্যামেরা বিবেচনায় বাজারে সেরা ফোন হুয়াওয়ে ছিল। মূলত দূর্দান্ত ক্যামেরার কারনে অল্প সময়ে Huawei Mobile ফোন জনপ্রিয় হয়ে উঠেছিল। বাজারে বাজেটে ভালো স্পেসিফিকেশন দেয়ার ক্ষেত্রে হুয়াওয়ে ফোনের তুলনা হয়না। সেরা ক্যামেরার ক্ষেত্রে সাম্প্রতি হুয়াওয়ে পি৫০ প্রো ১৪৪ স্কোর অর্জন করে।

ক্যামেরার জন্য সেরা ফোন হুয়াওয়ে
ক্যামেরার জন্য সেরা ফোন হুয়াওয়ে

Huawei ব্রান্ডের সেরা Mobile ফোনের তালিকা ও স্কোর দেয়া হলো।

(1) Huawei P50 Pro - 144

(2) Xiaomi Mi 11Ultra- 143

(3) Huawei Mate 40pro Plus- 139

(4) Huawei Mate 40pro- 136

(5) Xiaomi Mi 11 Ultra- 133

(6) Huawei P 40pro- 132

(7) Oppo Find X3 pro- 131

(8) Vivo X50 pro Plus- 131

(9) Apple Iphone 12pro Max- 130

(10) Apple Iphone 12pro- 128

উপরোক্ত তালিকায় দশটির মধ্যে চারটিই হুয়াওয়ে ব্রেন্ডের স্মার্টফোন। কারন সেরা ক্যামেরার ক্ষেত্রে হুয়াওয়ে ব্রান্ড কোনপ্রকার ছাড় দেয়না। এছাড়া ব্যাটারি ও স্পেসিফিকেশন সবদিক থেকেই হুয়াওয়ে আলাদা।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post