টিকটকে ভিডিও দিয়ে যারা আয় করেন, তারা টাকা কিভাবে তুলতে হয় জানার কথা। যারা জানেন না টিকটকে কিভাবে টাকা উত্তোলন করতে হয়,তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেল।
Tiktok এপ্স থেকে টাকা তোলার উপায়ঃ আপনার টিকটকের আয় যদি অল্প হয় তাহলে আপনি সেটা দিয়ে মোবাইল রিভার্জ করে নিয়ে নিতে পারেন। এখনকার সময়ে দুইমিনিটের মধ্যেই মোবাইল রিচার্জ নেয়া যায়। আপনি খুব সহজে টিকটক থেকে মোবাইল রিচার্জ নিতে পারবেন। আপনার ব্যালেন্স যদি ৫০ টাকা বা তার বেশি হয়,তখন চাইলে বিকাশে টাকা নিতে পারবেন। আপনার Tiktok ব্যালেন্স যদি পাঁচশত টাকা বা তার বেশি হয়,তাহলে ব্যাংক একাউন্টের মাধ্যমে আপনার টাকা নিতে পারবেন। Withdrew অপশনে একটু ঘাটাঘাটি করলেই আপনি কিভাবে কি করতে হবে, সেই অপশন পেয়ে যাবেন।
![]() |
টিকটক থেকে কিভাবে টাকা তুলে? |
Tiktok থেকে আয় করার উপায়ঃ প্রথমে আপনার ফোনের গুগপ প্লেস্টোরে গিয়ে Tiktok লিখে সার্চ দিন। দেখবেন টিকটক এপ্লিকেশন ডাউনলোড করার জন্য সবার শুরুতেই চলে আসবে। তারপর এপ্লিকেশনটি ডাউনলোড করুন। এপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমার ফোনের র্যাম ও রমের যায়গা অনেকটাই খালি থাকতে হবে। কারন যাদের ফোনের মেমোরি যায়গা কম,তাদের ক্ষেত্রে Tiktok এপ্স ব্যাবহারে কিছুটা অসুবিধা হবে। তাই যারা ২০১৮ সালের আগে স্মার্টফোন কিনেছেন, বেশিরভাগ ক্ষেত্রে তাদের ফোন টিকটক হ্যাং মারে।
টিকটক ডাউনলোড করার পরে আপনার ফোনের জিমেইল অথবা ফোন নাম্বার দিয়ে টিকটিকে সাইনআপ করবেন। সাইন আপ করার জন্য এপ্সের ডানদিকে নিচের অপশনে যাবেন। সেখানে সাইন আপ অপশন পাবেন। এপ্স ওপেন করলেই দেখবেন ভিডিও চলে আসবে। সেই ভিডিওগুলো না দেখে,আগে সাইন আপ করে নিবেন। সাইন আপ করার পরে, ভিডিও দেখা শুরু করবেন। ভিডিওর বামদিকে নিচে দেখবেন গোল একটা অপশন থাকে সেখানে ক্লিক করে, আপনি আপনার রেফার কোড জানতে পারবেন।
এই রেফার কোডে আপনি যদি কাউকে জয়েন করান তাহলে আপনি ৬০ টাকা পর্যন্ত প্রাথমিক অবস্থায় বোনাস পাবেন। আপনি যদি কারো রেফার কোড ব্যাবহার করে জয়েন করেন,তাহলে আপনি সাথে সাথে ১০ টাকা বোনাস পাবেন। সেই দশ টাকা আপনি চাইলে সাথেসাথেই রিচার্জ করে ফেলতে পারেন। এছাড়া আপনি যদি এপ্স ইন্সটল করার পরে ২৫ মিনিট টিকটকের ভিডিও দেখেন তাহলে সবকিছু মিলিয়ে আপনার ব্যালেন্স হবে ২০ টাকার উপরে। সেই ২০ টাকা আপনি ফোনে রিচার্জ করে নিতে পারেন। আমাদের সাইটে আর্টিকেল লিখার আগে,আমরা একবার Tiktok ডাউনলোড করে চেক করেছি, সত্যিই টিকটক পেমেন্ট করে কিনা। দেখলাম যে, এপ্স ইন্সটল করে,রেফার কোড ব্যাবহার করে জয়েন করার পরে, ২৫ মিনিট ভিডিও দেখেই ২০ টাকা মোবাইল রিচার্জ নিতে পেরেছি।
তারপর আপনি যাদের জয়েন করাবেন, তাদের প্রত্যেকে যদি আপনার রেফার কোড ব্যাবহার করে,তাহলে আপনি তাদের থেকে ৬০ টাকা প্রাথমিক অবস্থায় বোনাস পাবে। রেফারার ব্যাক্তি যদি নিয়মিত ভিডিও দেখে,তাহলে আপনি সর্বমোট ২৪০ টাকা পর্যন্ত পেতে পারেন। এই সম্পূর্ন টাকাই আপনি রিচার্জে বা বিকাশে বা ব্যাংকে তুলে নিতে পারবেন।
এবার আসি, ভিডিও দিয়ে কিভাবে টিকটকে আয় করবেন!?
আপনি যদি টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করেন, তাহলে সেই ভিডিও যত ভিও হবে, আপনার তত পয়েন্ট জমা হবে। সেই পয়েন্ট থেকে টাকায় রূপান্তর হবে। সেই টাকা আপনি রিচার্জে বা বিকাশে বা চাইলে ব্যাংকেও নিয়ে নিতে পারবেন। বাংলাদেশে যারা সেলিব্রেটি টিকটকার আছে তারা প্রচুর আয় করে। তারা মূলত ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেয়। আপনার টিকটকের ভিডিও যদি ভালো হয়,অন্যদের কাছে ভালো লাগে,তাহলে আপনিও Tiktok ভিডিও নিয়ে কাজ করে আয় করতে পারেন। তবে অবশ্যই চেস্টা করবেন ভালো ভিডিও দিতে। সমাজে খারাপ প্রভাব ফেলে এমন ভিডিও দিয়ে বেশি ভিও পাওয়া যায় কিন্তু বেশিদিন টিকে থাকা যায়না। আমাদের বাংলাদেশে সাইবার আইন অনেক কঠোর। সাম্প্রতি টিকটকে অশ্লীল ভিডিও নিয়ে কাজ করার অপরাধে কয়েকজনের আইডি বাদ করে দেয়া হয়েছে। সুতরাং যদি টিকটকে আয় করতে চান, অবশ্যই ভালো ও শিক্ষামূলক বিনোদন ভিডিও নিয়ে কাজ করার চেস্টা করবেন। আয় করা টাকা কিভাবে উত্তোলন করবেন, সেটা আর্টকেলের শুরুতেই বলা হয়েছিল।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।